নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, পাঁচশোর বেশি শূন্যপদে নিয়োগ, Jawahar Navodaya Vidyalaya Recruitment 2024

জওহর নবোদয় বিদ্যালয় সমিতি (JNV), ভোপাল, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) এবং ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) নিয়োগ করা হবে। এই নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৫১৭টি। চুক্তির ভিত্তিতে এই চাকরি হবে, তবে প্রয়োজন হলে চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে। নবোদয় বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদন কীভাবে করতে হবে, নিয়োগই বা কীভাবে করা হবে ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।

শূন্যপদ

পদের নামশূন্যপদ
PGT (হিন্দি)MP: ২, CG: ৬, ওড়িশা: ৩
PGT (ইংরেজি)MP: ১৭, CG: ১১, ওড়িশা: ৮
PGT (গণিত)MP: ৮, CG: ৯, ওড়িশা: ৯
PGT (পদার্থবিদ্যা)MP: ১১, CG: ১২, ওড়িশা: ১১
PGT (রসায়ন)MP: ১০, CG: ১০, ওড়িশা: ৫
PGT (জীববিজ্ঞান)MP: ৮, CG: ৪, ওড়িশা: ৬
TGT (হিন্দি)MP: ১০, CG: ১১, ওড়িশা: ৯
TGT (ইংরেজি)MP: ১৫, CG: ৭, ওড়িশা: ১৫
TGT (গণিত)MP: ৪, CG: ৩, ওড়িশা: ১
TGT (বিজ্ঞান)MP: ৬, CG: ৪, ওড়িশা: ২
TGT (সামাজিক বিজ্ঞান)MP: ৫, CG: ২, ওড়িশা: ৪
TGT (ওড়িয়া)MP: ১৩, CG: ২, ওড়িশা: ৪
TGT (কম্পিউটার সায়েন্স)MP: ৫৪, CG: ২৮, ওড়িশা: ৩১
TGT (শারীরিক শিক্ষা) (পুরুষ)MP: ৮, CG: ১০, ওড়িশা: ৮
TGT (শারীরিক শিক্ষা) (মহিলা)MP: ৩, CG: ২, ওড়িশা: ২
TGT (সঙ্গীত)MP: 0, CG: ২, ওড়িশা: ২
TGT (আর্ট)MP: ৫, CG: ১, ওড়িশা: ২
গ্রন্থাগারিকMP: ২, CG: ১, ওড়িশা: 2
মোট৫১৭

শিক্ষাগত যোগ্যতা

পোস্টশিক্ষাগত যোগ্যতাকাম্য
স্নাতকোত্তর শিক্ষক (PGT)NCERT এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা অন্য কোনও NCTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দু’বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে, কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। (এনসিইআরটি বা অন্যান্য এনসিটিই-স্বীকৃত প্রতিষ্ঠানের আঞ্চলিক কলেজ অফ এডুকেশন থেকে ৪ বছরের ইনটিগ্রেটেড ডিগ্রি কোর্স করা প্রার্থীদের জন্য বিএড ডিগ্রির প্রয়োজন নেই।

বা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানে টিজিটি হিসেবে অভিজ্ঞতা।
আবাসিক স্কুলে কাজ করার অভিজ্ঞতা।কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান।
পোস্টশিক্ষাগত যোগ্যতাকাম্য
প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT)NCERT এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা অন্য কোনও NCTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দু’বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে, কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। (এনসিইআরটি বা অন্যান্য এনসিটিই-স্বীকৃত প্রতিষ্ঠানের আঞ্চলিক কলেজ অফ এডুকেশন থেকে ৪ বছরের সমন্বিত ডিগ্রি কোর্স করা প্রার্থীদের জন্য বিএড ডিগ্রির প্রয়োজন নেই।

বা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

বা

সংশ্লিষ্ট বিষয়ের উপর কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতক অনার্স ডিগ্রি। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ের কমপক্ষে ৫০% নম্বর সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের ডিগ্রি কোর্সের মধ্যে কমপক্ষে ২ বছরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়ন করতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানে টিজিটি হিসেবে অভিজ্ঞতা।আবাসিক স্কুলে কাজ করার অভিজ্ঞতা।কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান।
***আরো বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

বয়স

সমস্ত পদের বেলায় প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৫০ বছর। অবসরপ্রাপ্ত NVS শিক্ষকের বেলায় ৬৫ বছর হতে হবে।

বেতন

PGT৩৫৭৫০ টাকা থেকে শুরু
TGT৩৪১২৫ টাকা থেকে শুরু

আবেদন মাধ্যম

বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরিতে নিয়োগ করা হবে। কবে কোথায় ইন্টারভিউ হবে তা পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৬ এপ্রিল ২০২৪
আবেদন শেষ২৬ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কPGT Apply Now / TGT Apply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment