জওহর নবোদয় বিদ্যালয় সমিতি (JNV), ভোপাল, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) এবং ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) নিয়োগ করা হবে। এই নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৫১৭টি। চুক্তির ভিত্তিতে এই চাকরি হবে, তবে প্রয়োজন হলে চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে। নবোদয় বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদন কীভাবে করতে হবে, নিয়োগই বা কীভাবে করা হবে ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।
শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
PGT (হিন্দি) | MP: ২, CG: ৬, ওড়িশা: ৩ |
PGT (ইংরেজি) | MP: ১৭, CG: ১১, ওড়িশা: ৮ |
PGT (গণিত) | MP: ৮, CG: ৯, ওড়িশা: ৯ |
PGT (পদার্থবিদ্যা) | MP: ১১, CG: ১২, ওড়িশা: ১১ |
PGT (রসায়ন) | MP: ১০, CG: ১০, ওড়িশা: ৫ |
PGT (জীববিজ্ঞান) | MP: ৮, CG: ৪, ওড়িশা: ৬ |
TGT (হিন্দি) | MP: ১০, CG: ১১, ওড়িশা: ৯ |
TGT (ইংরেজি) | MP: ১৫, CG: ৭, ওড়িশা: ১৫ |
TGT (গণিত) | MP: ৪, CG: ৩, ওড়িশা: ১ |
TGT (বিজ্ঞান) | MP: ৬, CG: ৪, ওড়িশা: ২ |
TGT (সামাজিক বিজ্ঞান) | MP: ৫, CG: ২, ওড়িশা: ৪ |
TGT (ওড়িয়া) | MP: ১৩, CG: ২, ওড়িশা: ৪ |
TGT (কম্পিউটার সায়েন্স) | MP: ৫৪, CG: ২৮, ওড়িশা: ৩১ |
TGT (শারীরিক শিক্ষা) (পুরুষ) | MP: ৮, CG: ১০, ওড়িশা: ৮ |
TGT (শারীরিক শিক্ষা) (মহিলা) | MP: ৩, CG: ২, ওড়িশা: ২ |
TGT (সঙ্গীত) | MP: 0, CG: ২, ওড়িশা: ২ |
TGT (আর্ট) | MP: ৫, CG: ১, ওড়িশা: ২ |
গ্রন্থাগারিক | MP: ২, CG: ১, ওড়িশা: 2 |
মোট | ৫১৭ |
শিক্ষাগত যোগ্যতা
পোস্ট | শিক্ষাগত যোগ্যতা | কাম্য |
স্নাতকোত্তর শিক্ষক (PGT) | NCERT এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা অন্য কোনও NCTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দু’বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে, কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। (এনসিইআরটি বা অন্যান্য এনসিটিই-স্বীকৃত প্রতিষ্ঠানের আঞ্চলিক কলেজ অফ এডুকেশন থেকে ৪ বছরের ইনটিগ্রেটেড ডিগ্রি কোর্স করা প্রার্থীদের জন্য বিএড ডিগ্রির প্রয়োজন নেই। বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি। | সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানে টিজিটি হিসেবে অভিজ্ঞতা। আবাসিক স্কুলে কাজ করার অভিজ্ঞতা।কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। |
পোস্ট | শিক্ষাগত যোগ্যতা | কাম্য |
প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT) | NCERT এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা অন্য কোনও NCTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দু’বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে, কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। (এনসিইআরটি বা অন্যান্য এনসিটিই-স্বীকৃত প্রতিষ্ঠানের আঞ্চলিক কলেজ অফ এডুকেশন থেকে ৪ বছরের সমন্বিত ডিগ্রি কোর্স করা প্রার্থীদের জন্য বিএড ডিগ্রির প্রয়োজন নেই। বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বা সংশ্লিষ্ট বিষয়ের উপর কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতক অনার্স ডিগ্রি। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ের কমপক্ষে ৫০% নম্বর সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের ডিগ্রি কোর্সের মধ্যে কমপক্ষে ২ বছরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়ন করতে হবে। | সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানে টিজিটি হিসেবে অভিজ্ঞতা।আবাসিক স্কুলে কাজ করার অভিজ্ঞতা।কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। |
বয়স
সমস্ত পদের বেলায় প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৫০ বছর। অবসরপ্রাপ্ত NVS শিক্ষকের বেলায় ৬৫ বছর হতে হবে।
বেতন
PGT | ৩৫৭৫০ টাকা থেকে শুরু |
TGT | ৩৪১২৫ টাকা থেকে শুরু |
আবেদন মাধ্যম
বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরিতে নিয়োগ করা হবে। কবে কোথায় ইন্টারভিউ হবে তা পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৬ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ২৬ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | PGT Apply Now / TGT Apply Now |