নেভাল ডকইয়ার্ড মুম্বাই, ৩০১ জন শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে, অষ্টম পাসেই করা যাবে আবেদনঃ Naval Dockyard Mumbai Recruitment 2024

ভারতীয় নৌবাহিনীতে কাজের সুযোগ দিচ্ছে মুম্বাই নেভাল ডকইয়ার্ড। সম্প্রতি নেভাল ডকইয়ার্ড শিক্ষানবিশ (Apprentice) স্কুলের পক্ষথেকে ফিল্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক সহ বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে সবমিলিয়ে ৩০০ এর বেশি শূন্যপদ রয়েছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস বা মাধ্যমিক পাস বা সংশ্লিষ্ট বিভাগে ITI পাস হলেই আবেদন করতে পারবেন।

বয়স

আবেদনকারীর বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

শূন্যপদ

১ বছরের ট্রেইনিং

ফিটার৫০
ম্যাসন (বিসি)
I&CTSM
ইলেকট্রিশিয়ান৪০
ইলেকট্রনিক্স মেকানিক২৬
ইলেক্ট্রোপ্লাটার
ফাউন্ড্রি ম্যান
মেকানিক (ডিজেল)৩৫
ইন্সট্রুমেন্ট মেকানিক
এমএমটিএম১৩
মেশিনিস্ট১৩
চিত্রশিল্পী (জি)
প্যাটার্ন মেকার
মেকানিক রেফারেন্স ও এসি
শীট মেটাল ওয়ার্কার
পাইপ ফিটার১৩
জাহাজ নির্মাতা (কাঠ)১৮
দর্জি (জি)
ওয়েল্ডার (জি অ্যান্ড ই)২০
জাহাজ নির্মাতা (ইস্পাত)১৬

২ বছরের ট্রেইনিং

রিগার১২
নির্মাতা এবং তাপ ট্রিটার(Forger and Heat Treater)
মোট৩০১

কীভাবে আবেদন করতে হবে

এই নিয়োগের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে প্রার্থীদের। আবেদন করতে আগ্রহী প্রার্থীরা সবার প্রথমে নেভাল ডকইয়ার্ড শিক্ষানবিশ স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আবেদন লিঙ্কে (Apply Now) ক্লিক করবেন। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্মটি সামিট করে দিলেই আবেদন জমা পড়ে যাবে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া

একাডেমিক নাম্বারের ভিত্তিতে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। তারপর লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সব শেষে ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৮ মার্চ ২০২৪
আবেদন শেষ৫ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment