নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। তবে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আমরা প্রতিবেদনের মাধ্যমে তা জানিয়ে দিব। মোট ১৪টি পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যোগ্যতায় যে দুটি পদ রয়েছে, সেই নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী প্রতিবেদনে বাকি পদগুলি নিয়ে বিশদে জানানো হবে। মাধ্যমিক পাশে রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ এবং উচ্চমাধ্যমিক পাশেরা স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। এই পদ দুটির যোগ্যতা, শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস ইত্যাদি নিচে বিস্তারিত আলোচনা করা হল-
মাল্টি স্টাস্কিং স্টাফ: Group-C (HQ/RO Cadre)
আবশিক যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
বয়সঃ
- অসংরক্ষিত প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
- তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
- অন্যান্য অনগ্রসর জাতির (OBC) আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবেন।
- এছাড়াও যারা ৫ বছর ধরে NVS এ কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন তাদের বেলায়ও ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।
শূন্যপদ
অসংরক্ষিত (UR) | তফসিলি (SC) | তফসিলি উপজাতি (ST) | অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) | আর্থিকভাবে দুর্বল শ্রেণী (EWS) | মোট |
১১ | ২ | নেই | ৪ | ২ | ১৯ |
বেতন
এই পদে চাকরিতে নিযুক্তরা ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা করে মাসিক বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি ও সিলেবাস
এই পদের চাকরিপ্রার্থীদের ১০০ নাম্বারের কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। কোনও ইন্টারভিউ বা স্কিল টেস্ট নেই। ২ ঘণ্টার পরীক্ষা।
প্রশ্নের বিষয় | প্রশ্নের সংখ্যা | নাম্বার | |
পার্ট-১ | ভাষা টেস্ট ( ইংরাজি ও হিন্দি, প্রত্যেক বিষয়ে ২০ নাম্বার করে থাকবে) | ৪০ | ৪০ |
পার্ট-২ | জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স | ২০ | ২০ |
পার্ট-৩ | কম্পিউটার চালানোর সাধারণ দক্ষতা সম্পর্কে | ৪০ | ৪০ |
মোট | ১০০ | ১০০ |
স্টেনোগ্রাফার: Group-C
আবশ্যিক যোগ্যতাঃ
- স্বীকৃত কোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
- স্কিল টেস্ট নর্ম-
Dictation: 10 mts@ 80 w.p.m.
Transcription: 50 mts (Eng.) 65 mts (Hindi) (On computer)
বয়সঃ
- অসংরক্ষিত প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছর।
- তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
- অন্যান্য অনগ্রসর জাতির (OBC) আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবেন।
শূন্যপদ
অসংরক্ষিত (UR) | তফসিলি (SC) | তফসিলি উপজাতি (ST) | অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) | আর্থিকভাবে দুর্বল শ্রেণী (EWS) | মোট |
১৪ | ৪ | ১ | ২ | ২ | ২৩ |
বেতন
এই পদে চাকরিতে নিযুক্তরা ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা করে মাসিক বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি ও সিলেবাস
এই নিয়োগ দুটি স্টেজে হবে। প্রথম স্টেজে চাকরিপ্রার্থীদের ১০০ নাম্বারের কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। দ্বিতীয় স্টেজে স্কিল টেস্ট নর্ম পূরণ করতে হবে।
স্টেজ-১ : কম্পিটিটিভ এক্সাম, ২ ঘণ্টার পরীক্ষা
প্রশ্নের বিষয় | প্রশ্নের সংখ্যা | নাম্বার | |
পার্ট-১ | ভাষা টেস্ট ( ইংরাজি ও হিন্দি, প্রত্যেক বিষয়ে ২০ নাম্বার করে থাকবে) | ৪০ | ৪০ |
পার্ট-২ | জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স | ৩০ | ৩০ |
পার্ট-৩ | কম্পিউটার চালানোর সাধারণ দক্ষতা সম্পর্কে | ৩০ | ৩০ |
| মোট | ১০০ | ১০০ |
স্টেজ-২ : স্কিল টেস্ট নর্ম
Dictation: 10 mts@ 80 w.p.m.
Transcription: 50 mts (Eng.) 65 mts (Hindi) (On computer)
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
এই দুটি পদ বাদেও আরও ১২টি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে NVS, সেই সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, পরীক্ষার সিলেবাস ইত্যাদি পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই নিয়োগ সংক্রান্ত সঠিক-নির্ভুল তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন……..