নবোদয় বিদ্যালয়ে (NVS) নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে করা যাবে আবেদন

মাল্টি স্টাস্কিং স্টাফ: Group-C (HQ/RO Cadre)

আবশিক যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।

বয়সঃ

  • অসংরক্ষিত প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
  • তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
  • অন্যান্য অনগ্রসর জাতির (OBC) আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবেন।
  • এছাড়াও যারা ৫ বছর ধরে NVS এ কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন তাদের বেলায়ও ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।

শূন্যপদ

অসংরক্ষিত (UR)তফসিলি (SC)তফসিলি উপজাতি (ST)অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)আর্থিকভাবে দুর্বল শ্রেণী (EWS)মোট
১১ নেই ১৯

বেতন

এই পদে চাকরিতে নিযুক্তরা ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

এই পদের চাকরিপ্রার্থীদের ১০০ নাম্বারের কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। কোনও ইন্টারভিউ বা স্কিল টেস্ট নেই। ২ ঘণ্টার পরীক্ষা।

প্রশ্নের বিষয়প্রশ্নের সংখ্যানাম্বার
পার্ট-১ভাষা টেস্ট ( ইংরাজি ও হিন্দি, প্রত্যেক বিষয়ে ২০ নাম্বার করে থাকবে)৪০৪০
পার্ট-২জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স২০২০
পার্ট-৩কম্পিউটার চালানোর সাধারণ দক্ষতা সম্পর্কে৪০৪০
মোট১০০১০০

স্টেনোগ্রাফার: Group-C

আবশ্যিক যোগ্যতাঃ

  • স্বীকৃত কোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
  • স্কিল টেস্ট নর্ম-

Dictation: 10 mts@ 80 w.p.m.
Transcription: 50 mts (Eng.) 65 mts (Hindi) (On computer)

বয়সঃ

  • অসংরক্ষিত প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছর।
  • তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
  • অন্যান্য অনগ্রসর জাতির (OBC) আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবেন।

শূন্যপদ

অসংরক্ষিত (UR)তফসিলি (SC)তফসিলি উপজাতি (ST)অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)আর্থিকভাবে দুর্বল শ্রেণী (EWS)মোট
১৪২৩

বেতন

এই পদে চাকরিতে নিযুক্তরা ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

এই নিয়োগ দুটি স্টেজে হবে। প্রথম স্টেজে চাকরিপ্রার্থীদের ১০০ নাম্বারের কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। দ্বিতীয় স্টেজে স্কিল টেস্ট নর্ম পূরণ করতে হবে।

স্টেজ-১ : কম্পিটিটিভ এক্সাম, ২ ঘণ্টার পরীক্ষা

প্রশ্নের বিষয়প্রশ্নের সংখ্যানাম্বার
পার্ট-১ভাষা টেস্ট ( ইংরাজি ও হিন্দি, প্রত্যেক বিষয়ে ২০ নাম্বার করে থাকবে)৪০৪০
পার্ট-২জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স৩০৩০
পার্ট-৩কম্পিউটার চালানোর সাধারণ দক্ষতা সম্পর্কে৩০৩০
মোট১০০১০০

স্টেজ-২ : স্কিল টেস্ট নর্ম

Dictation: 10 mts@ 80 w.p.m.
Transcription: 50 mts (Eng.) 65 mts (Hindi) (On computer)

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল ওয়েবসাইট Click Here
অফিসিয়াল নোটিফিকেশন Download
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment