ভারতীয় রেলে আবার শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখায় শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) পদে ১১১৩ জনকে নেওয়া হবে। মাধ্যমিক পাসেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। রায়পুর ডিভিশনের ডিআরএম অফিস কিংবা ওয়াগন রিপেয়ার শপে কাজ শেখানো হবে। কারা এই নিয়োগের জন্য যোগ্য, আবেদন মাধ্যম, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম ও শূন্যপদ
দুটি বিভাগে এই নিয়োগ করা হবে, রাইপুর বিভাগ এবং ওয়াগন রিপেয়ারিং শপ। কোন বিভাগে কী কী পদ রয়েছে এবং শূন্যপদ কত তার তালিকা নিচে দেওয়া রইল-
বিভাগ | পদ | শূন্যপদ |
---|---|---|
রায়পুর বিভাগ | ওয়েল্ডার (গ্যাস ও বৈদ্যুতিক) | ১৬১ |
টার্নার | ৫৪ | |
ফিটার | ২০৭ | |
ইলেকট্রিশিয়ান | ২১২ | |
স্টেনোগ্রাফার (ইংরেজি) | ১৫ | |
স্টেনোগ্রাফার (হিন্দি) | ৮ | |
COMP OPER & PROG. সহকারী | ১০ | |
স্বাস্থ্য ও স্যানিটারি ইন্সপেক্টর | ২৫ | |
যন্ত্রবিদ (MECHANIC) | ১৫ | |
মেকানিক ডিজেল | ৮১ | |
মেক. রেফ্রিজেটর এবং এয়ার কন্ডিশনার | ২১ | |
মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স | ৩৫ | |
ওয়াগন মেরামতের শপ | ফিটার | ১১০ |
ওয়েল্ডার | ১১০ | |
যন্ত্রবিদ | ১৫ | |
টার্নার | ১৪ | |
ইলেকট্রিশিয়ান | ১৪ | |
COMP OPER & PROG. সহকারী | ৪ | |
স্টেনোগ্রাফার (ইংরেজি) | ১ | |
স্টেনোগ্রাফার (হিন্দি) | ১ | |
মোট | ১১১৩ |
ট্রেনিংয়ের সময়কাল ও স্টাইপেন্ড
১ বছরের ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন রেলের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই চাকরির জন্য আবেদন করতে প্রার্থীকে ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস হবে এবং সংশ্লিষ্ট শাখায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা ITI এর শংসাপত্র থাকতে হবে।
বয়স
আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ০২.০৪.২০২৪ অনুযায়ী বয়স গণনা করা হবে। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
আবেদন মাধ্যম
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের ‘অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া’ ওয়েবসাইটে সরাসরি অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
নিয়োগ পদ্ধতি
মাধ্যমিক এবং ITI এ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এখানে একাডেমিক নাম্বারই নির্বাচনের মূল শর্ত।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১ মে ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |