NHPC গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে, শূন্যপদ ১৭: NHPC Apprentice Recruitment 2024, Post 17

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ হিসাবে হাতে-কলমে কাজ শেখার সুযোগ দিচ্ছে NHPC (National Hydroeletric Power Corporation) । যারা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা B.Tech করেছেন তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এক বছরের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালিন নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ডও পাবেন। সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি বিভিন্ন শাখায় (Trade) এই নিয়োগ করা হবে। কারা কারা কোন কোন পদে যোগ্য, কতদিনের ট্রেনিং, কীভাবে আবেদন করবেন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদ ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
সিভিল
ইলেক্ট্রিক্যাল
মেকানিক্যাল
IT/কম্পিউটার সায়েন্স
সিভিল
ইলেক্ট্রিক্যাল
মেকানিক্যাল
কম্পিউটার বিজ্ঞান
মোট১৭

শিক্ষাগত যোগ্যতা

দুই ধরনের শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগের জন্য আবেদন করা যাবে; নিচে দেওয়া হল-

  • AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট বা B.Tech ডিগ্রি
  • AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি

বয়স

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

স্টাইপেন্ড

  • গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের মাসিক ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
  • অপরপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ৮০০০ করে মাসিক স্টাইপেন্ড পাবেন।

আবেদন মাধ্যম

বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে যেতে হবে। সেখানে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই পোর্টালের মধ্য দিয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।

নিয়োগ পদ্ধতি

কয়েকটি স্টেজের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথমে একাডেমিকে পাওয়া প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে একটি বাছাই তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকায় থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য কল লেটার মেইলের মাধ্যমে পাঠানো হবে। সব শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১ এপ্রিল ২০২৪
আবেদন শেষ১৫ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment