NSOU Online Tourism Course: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ট্যুরিজমের অনলাইন কোর্স চালু করল

ভারতবর্ষে ট্যুরিজম শিল্পে (পর্যটন) অর্থনৈতিক কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। ফলে এই ক্ষেত্রে চাকরি সুযোগও তৈরি হচ্ছে। বর্তমানে প্রচুর পড়াশোনা জানা ছেলেমেয়ে ট্যুরিজম সংক্রান্ত কোর্স করে এই শিল্পের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কথা মাথায় রেখে ট্যুরিজম নিয়ে একটি সম্পূর্ণ অনলাইন কোর্স নিয়ে এলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU)। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের তত্ত্বাবধানে এই কোর্স করানো হবে এবং কোর্সটির নাম দেওয়া হয়েছে ‘প্রসপেক্টস অফ ট্যুরিজ়ম’। শুধুমাত্র দ্বাদশ উত্তীর্ণ হলেই এই কোর্স করা যাবে। আগ্রহী প্রার্থীরা ১৫ জুলাই পর্যন্ত নেতাজি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। ক্লাস শুরু হবে আগস্টের ১ তারিখ থেকে। কোর্স ফিও খুব বেশি ধার্য করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কোর্স ফি বাবদ ৫৯০ টাকা ধার্য করা হয়েছে এবং অ্যাসেসমেন্ট ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

এক থেকে দেড় মাসের অনলাইনের এই কোর্সটির শেষে বিশ্ববিদ্যালয়ের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। সপ্তাহান্তে শনি এবং রবিবার বিকেল ৫টা থেকে অনলাইনে ক্লাসগুলো হবে। ল্যাপটপ, কম্পিউটার কিংবা মোবাইল থেকে পড়ুয়ারা ক্লাস করতে পারবেন। প্রত্যেক ক্লাসের পর প্রশ্নোত্তর পর্ব চলবে এবং তার ভিত্তিতে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট করা হবে।

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ট্যুরিজম শিল্পের চাকরি খুবই লোভনীয়। কারণ এই শিল্পে কাজের পাশাপাশি আনন্দের একটা জায়গা রয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রের মতোই ট্যুরিজম শিল্পেও দক্ষ কর্মী চাওয়া হয়, সেক্ষেত্রে ট্যুরিজম সংক্রান্ত একটি উপযোগী পেশাগত কোর্স থাকাটা খুবই জরুরী। কোর্স করা থাকলে সহজেই চাকরি মেলে। বাংলার ছেলেমেয়েদের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেই সুযোগেই নিয়ে এলো।

আরও পড়ুন:

WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি তথ্য, যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment