Omron Healthcare India Private Limited এর তরফে Omron Healthcare Scholarship দেওয়া হয়। সারা দেশজুড়ে মেধাবী ছাত্রীদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য যে সমস্ত পড়ুয়া নির্বাচিত হবে তাদের এককালীন ২০০০০ টাকা দেওয়া হবে। কারা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য ? কীভাবে আবেদন করতে হবে ? কত নম্বর পেলে এই স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়া যাবে ? ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
এক নজরে Omron Scholarship
Omron Scholarship | |
কে দিচ্ছে এই স্কলারশিপ | Omron Healthcare India Private Limited |
কাদের জন্য এই স্কলারশিপ | ৯-১২ ক্লাসের ছাত্রীদের জন্য |
কত টাকা দেওয়া হবে | ₹ ২০০০০ |
কোথাকার পড়ুয়ারা আবেদন করতে পারবে | সারা ভারতের যে কোনো ছাত্রী |
কতদিনের জন্য স্কলারশিপের টাকা দেওয়া হবে | বাৎসরিক এককালীন টাকা দেওয়া হবে |
কারা এই স্কলারশিপের জন্য যোগ্য (Eligibility Criteria For Omron Scholarship)
- শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- এই স্কলারশিপের জন্য সর্বশেষ পরীক্ষায় অন্তত ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে (অর্থাৎ যাদের ৭৫% মার্ক আছে তারা আবেদন করতে পারবে)।
- পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের মধ্যে হতে হবে।
কীভাবে আবেদন করা যাবে ? (How To Apply For Omron Scholarship ?)
এই স্কলারশিপের জন্য আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সেখান থেকে আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে অনলাইনে আবেদন করার কী কী ধাপ রয়েছে তা ভালো করে দেখে নিতে হবে, নিচে সেই ধাপগুলি দেওয়া হল-
- সর্ব প্রথমে আবেদনকারীকে https://www.buddy4study.com ওয়েবসাইটে যেতে হবে
- তারপর Apple Now এ ক্লিক করতে হবে
- সেখানে যদি আগেই রেজিস্টার করা থাকে তাহলে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে; আর যদি রেজিস্টার করা না থাকে তাহলে একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে
- এরপর Start Application অপশনে ক্লিক করতে হবে
- প্রয়োজনীয় তথ্য পূরণ এবং ডকুমেন্ট আপলোড করে দিতে হবে
- শেষে সামিট করে দিলেই আবেদনপত্রটি জমা পরে যাবে
কী কী ডকুমেন্ট লাগবে ? (Required Documents For Omron Scholarship)
এই স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্ট থাকতে হবে প্রার্থীর তার তালিকা নিচে দেওয়া রইল-
- সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট ( ধর, এবারে মাধ্যমিক বা একাদশ শ্রেণি পাস করেছ, তবে মাধ্যমিকের বা একাদশের মার্কশিট লাগবে)
- যে কোনো সরকারি পরিচয়পত্র, যেমন, আধার কার্ড/ভোটার কার্ড/PAN কার্ড ইত্যাদির যে কোনো একটি থাকতে হবে
- পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণ (কোনো সরকারি আধিকারিকের শংসাপত্র, যেমন, BDO/SDO etc বা বেতন স্লিপ)
- ঠিকানার প্রমাণ স্বরূপ আধার কার্ড/ ভোটার কার্ড/ ইলেকট্রিক বিল ইত্যাদি
- সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজ ফটো
গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ৩১ মে ২০২৪ |
আবেদন লিঙ্ক | Apply Now |