মাধ্যমিক পাসদের রেল কোচ ফ্যাক্টরিতে কাজের সুযোগ। যাদের মাধ্যমিক ও সংশ্লিষ্ট বিষয়ে ITI করা রয়েছে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষানবিশ(Apprentice) পদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগে ফিটার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, ওয়েল্ডার ইত্যাদি পোস্টে লোক নেওয়া হবে। মোট শূন্যপদ ৫০০ এর বেশি। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি এই প্রতিবেদনে বিশদে আলোচনা করা হল।
বিজ্ঞপ্তিটির সারসংক্ষেপ
| নিয়োগ সংস্থা | রেল কোচ ফ্যাক্টরি (RCF),Kapurthala |
|---|---|
| পদের নাম | ফিল্টার, ইলেকট্রিশিয়ান, পেন্টার সহ বিভিন্ন |
| চাকরির ধরন | সরকারি চাকরি (Apprentice) |
| শূন্যপদ | ৫৫০ |
| বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
| চাকরির স্থান | রেল কোচ ফ্যাক্টরি (RCF),Kapurthala |
| আবেদন মোড | অনলাইন |
| ওয়েবসাইট | rcf.indianrailways.gov.in |
পদের নাম ও শূন্যপদ
| পদের নাম | শূন্যপদের সংখ্যা |
| ফিটার | ২০০ |
| ওয়েল্ডার (জি অ্যান্ড ই) | ২৩০ |
| মেশিনিস্ট | ৫ |
| রংমিস্ত্রি (জি) | ২০ |
| কাঠমিস্ত্রি | ৫ |
| ইলেকট্রিশিয়ান | ৭৫ |
| এসি ও রেফারেন্স মেকানিক | ১৫ |
| মোট | ৫৫০ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতাঃ
- প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নাম্বার নিয়ে দশম শ্রেণির পরীক্ষা বা তার সমতুল্য উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য জাতীয় কাউন্সিল(National Council for Vocational Training) দ্বারা অনুমোদিত ন্যাশানল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সঃ
- আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। ৩১ মার্চ ২০২৪ অনুযায়ী বয়স গণনা করা হবে।
- SC/ST প্রার্থীরা ৫ বছরে এবং OBC প্রার্থীরা ৩ বছরে বয়সের ছাড় পাবেন। PwBD প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
আবেদন মাধ্যম
ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। প্রতিবেদনের শেষে আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে।
আবেদন ফি
| ক্যাটাগরি | ফি |
| জেনেরাল/OBC | ₹ ১০০ |
| SC/ST/PwBD/মহিলা | নেই |
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিকে পাওয়া নাম্বার এবং ITI এ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। যদি দেখা যায় দু’জন প্রার্থীর প্রাপ্ত নাম্বার সমান, সেক্ষেত্রে বয়স দেখা হবে। যে প্রার্থীর বয়স বেশি তাকেই নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ১৩ মার্চ ২০২৪ |
| আবেদন শেষ | ৯ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| অফিসিয়াল নোটিফিকেশন | Download |
| আবেদন লিঙ্ক | Apply Now |
