মাধ্যমিক পাসেই কয়েক হাজার চাকরি রেলে, শূন্যপদ ৯১৪৪টি: Rail Recruitment 2024,Post 9144

বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। কিছুদিন আগেই এক বিজ্ঞপ্তি জারি করে ৯১৪৪টি পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করে রেল বোর্ড। দুই ধরনের গ্রেডে এই নিয়োগ হবে, গ্রেড-১ এবং গ্রেড-৩ । গ্রেড-১ পদে থাকছে এক হাজারের বেশি শূন্যপদ, অপরপক্ষে গ্রেড-৩ তে রয়েছে আট হাজারের বেশি শূন্যপদ। আর বেশিরভাগ শূন্যপদেই শুধুমাত্র মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকলেই আবেদন করা যাবে। চলুন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

পদ ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল)১০৯২
টেকনিশিয়ান গ্রেড-৩৮০৫২
*** ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের সংখ্যা জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। প্রতিবেদনের শেষে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

পদশিক্ষাগত যোগ্যতা
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল)সাইন্সে ব্যাচেলর ডিগ্রি, ফিজিক্স/ইলেক্ট্রনিক্স/কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি/ইনস্ট্রুমেনটেশন বিষয়ের উপর
বা
উপরিউক্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা
বা
উপরিউক্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি
টেকনিশিয়ান গ্রেড-৩ম্যাট্রিকুলেশন, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকতে হবে

বয়স

টেকনিশিয়ান গ্রেড-১১৮ থেকে ৩৬ বছর
টেকনিশিয়ান গ্রেড-৩১৮ থেকে ৩৩ বছর
*** ০১.০৭.২০২৪ অনুযায়ী বয়স গণনা করা হবে।

*** সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের, অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়াও PwBD প্রার্থীদের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ফি নিচের তালিকায় দেওয়া রইল-

ক্যাটাগরিফি
জেনেরাল/OBC৫০০
SC/ST/মহিলা/ট্রান্সজেন্ডার২৫০
*** জেনেরাল ও ওবিসি প্রার্থীরা পরীক্ষায় বসলে (CBT) আবেদন ফি বাবদ নেওয়া টাকার ৪০০ টাকা ফেরৎ পাবেন। অপরপক্ষে SC/ST/FEMALE/TRANSGENDER প্রার্থীদের ব্যাঙ্ক চার্জ বাবদ কিছু টাকা কেটে নিয়ে পুরো টাকা ফেরৎ পাবেন। তবে উভয় ক্ষেত্রেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসা জরুরি।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপের মধ্য দিয়ে আবেদনকারীদের যেতে হবে-

  • CBT (Computer Based Test)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিক্যাল পরীক্ষা

পরীক্ষার সিলেবাস

টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড-৩ উভয় পদের জন্যই MCQ ধরনের কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT) নেওয়া হবে। উভয় পদের জন্যই মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে। তবে সিলেবাসের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নেগেটিভ মার্ক থাকছে, প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নাম্বার কেটে নেওয়া হবে। নিচে তালিকায় দুই পদের সিলেবাস দেওয়া হল-

টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল)
বিষয়প্রশ্নের সংখ্যানাম্বার
জেনেরাল অ্যাওয়ারনেস১০১০
জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং১৫১৫
বেসিক কম্পিউটার২০২০
অঙ্ক২০২০
সাধারণ বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং৩৫৩৫
মোট১০০১০০
টেকনিশিয়ান গ্রেড-৩
বিষয়প্রশ্ন সংখ্যানাম্বার
জেনেরাল অ্যাওয়ারনেস১০১০
জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং২৫২৫
অঙ্ক২৫২৫
সাধারণ বিজ্ঞান৪০৪০
মোট১০০১০০

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু৯ মার্চ ২০২৪
আবেদন শেষ৮ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment