পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়। মোট আটটি বিভাগে সহকারী গবেষক নেওয়া হবে। এই বিভাগগুলিতে বিভিন্ন ধরনের ‘ইউনিভার্সিটি রিসার্চ প্রজেক্ট’ এর জন্য এই নিয়োগ করা হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য চুক্তির ভিত্তিতে স্বল্প মেয়াদের জন্য এই গবেষকদের নিয়োগ করা হবে। এই নিয়োগে অংশ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ সম্পর্কে বিশদ এই প্রতিবেদনে আলোচনা করা হল।
আটটি বিভাগ ও শূন্যপদ
বিভাগের নাম | শূন্যপদ |
---|---|
স্কুল অফ ভেডিক স্টাডিজ | ১ |
বাংলা বিভাগ | ১ |
ইতিহাস বিভাগ | ১ |
অর্থনীতি বিভাগ | ১ |
হিন্দি বিভাগ | ১ |
দর্শন বিভাগ | ১ |
ড্রামা বিভাগ | ১ |
মিউজিকোলজি বা সঙ্গীতবিদ্যা | ১ |
মোট | ৮ |
শিক্ষাগত যোগ্যতা
‘স্কুল অফ ভেডিক স্টাডিজ’ এ গবেষক হিসাবে কাজে যুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। অন্যান্য পদের বেলায় সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যদি কোনো প্রার্থী নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সংরক্ষিত প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।
পারিশ্রমিক
প্রত্যেকটি পদের জন্য নিযুক্ত ব্যক্তি মাসিক ৮০০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।
আবেদন মাধ্যম
এই নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীকে অফলাইনে আবেদন জমা করতে হবে। আবেদন ফর্ম বিজ্ঞপ্তির সঙ্গেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনকারীকে। প্রতিবেদনের শেষে মূল বিজ্ঞপ্তিটি এবং আবেদন ফর্ম দেওয়া রয়েছে। সেই সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে। ড্রাফটে Favour of এর জায়গায় লিখতে হবে ‘Rabindra Bharati University’ এবং Payable at এর জায়গায় লিখতে হবে ‘Kolkata’ । আবেদনের পাঠানোর ঠিকানা এবং আবেদন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে দিতে হবে তার তালিকা নিচে দেওয়া হল।
- পাঁচ কপি পূরণ করা আবেদন ফর্ম।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
- পাস সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
- নেট/সেট শংসাপত্র। (যদি থাকে)
- ডিমান্ড ড্রাফট।
*** প্রতিটি কাগজের অ্যাটেস্টেড কপি দিতে হবে। (ডিমান্ড ড্রাফট বাদে)
আবেদন পাঠানোর ঠিকানা-
The Development Office, 56A, B.T. Road, Kolkata 700 050
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন পৌঁছানোর শেষ তারিখ | ১০ মে ২০২৪ , বিকাল ৫ টা |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |