পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) দেশজুড়ে কয়েক হাজার সাব-ইন্সপেক্টর (SI) এবং কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। যে কোনও শাখায় মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন, শূন্যপদ, বেতন, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলিয়ে এই নিয়োগে মোট শূন্যপদ ৪৬৬০টি।
সাব ইন্সপেক্টর
৪৫২
কনস্টেবল
৪২০৮
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতাঃ
সাব ইন্সপেক্টর
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রী
কনস্টেবল
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ
বয়সঃ ০১.০৭.২০২৪ অনুযায়ী আবেদনকারীর বয়স গণনা করা হবে। দুই পদে বয়সের মাপকাঠি নিচে তালিকায় দেওয়া হল।
পদ
বয়স (বছর)
সাব ইন্সপেক্টর
২০-২৮
কনস্টেবল
১৮-২৮
কিভাবে আবেদন করবেন
এই চাকরিতে আগ্রহী প্রার্থীদের RRB এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন ফি পেমেন্ট করলেই ফর্ম সাবমিট করার অপশন আসবে। ফর্ম সাবমিট করে দিলেই আবেদনপত্রটি জমা হয়ে যাবে। আবেদন জমা হয়ে গেলে অ্যাপ্লিক্যাশন ফর্মটির পিডিএফ (PDF) ডাউনলোড করে নেবেন।
আবেদন ফি
ক্যাটাগরি
ফি
জেনেরাল/ওবিসি/EWS (economically weaker section)
₹ ৫০০
SC/ST/PwBD/Women
₹ ২৫০
*** প্রার্থীদের মধ্যে যারা পরীক্ষায় বসবেন তাদের প্রসেসিং ফি বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে। উত্তীর্ণদের এরপর শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), ও মেডিকেল পরীক্ষা করা হবে। উভয় পদেই পরীক্ষা হবে ১২০ নম্বরের, সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রত্যেক ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নাম্বার কাটা হবে।