সৈনিক স্কুল নালন্দা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, মাধ্যমিক পাসেও রয়েছে শূন্যপদ, Sainik School Nalanda Recruitment 2024, Art Master, Nursing Sister, Word Boy

নালন্দা সৈনিক স্কুলে কর্মখালি। এই মর্মে কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন যোগ্যতায় আর্ট শিক্ষক, নার্সিং সিস্টার, ওয়ার্ড বয় ইত্যাদি বিভিন্ন পদে লোক নেওয়া হবে। সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে চাকরির মেয়াদ আরো বৃদ্ধি হতে পারে। কী কী পদ রয়েছে, কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদের নাম ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
কাউন্সেলর
আর্ট মাস্টার
নার্সিং সিস্টার (মহিলার জন্য সংরক্ষিত)
PEM/ PTI-cum-Matron (মহিলাদের জন্য সংরক্ষিত)
ওয়ার্ড বয়
মোট

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়স সীমা
কাউন্সেলরমনোবিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর বা শিশু বিকাশে স্নাতকোত্তর২১ থেকে ৩৫ বছর
আর্ট মাস্টারচারুকলায় (Fine Art) স্নাতকোত্তর ডিগ্রি২১ থেকে ৩৫ বছর
নার্সিং সিস্টার (মহিলার জন্য সংরক্ষিত)ডিপ্লোমা ইন নার্সিং/ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ১৮ থেকে ৫০ বছর
পিইএম/ পিটিআই-কাম-ম্যাট্রন (মহিলাদের জন্য সংরক্ষিত)একটি স্বীকৃত বোর্ড থেকে গেমস/ক্রীড়ায় দক্ষতা সহ মাধ্যমিক পাস১৮ থেকে ৫০ বছর
ওয়ার্ড বয়ন্যূনতম দশম পাস১৮ থেকে ৫০ বছর

বেতন

পদের নামবেতন
কাউন্সেলর৫০০০০/- টাকা
আর্ট মাস্টার৫০০০০/- টাকা
নার্সিং সিস্টার (মহিলার জন্য সংরক্ষিত)২৫,০০০/- টাকা
পিইএম/ পিটিআই-কাম-ম্যাট্রন (মহিলাদের জন্য সংরক্ষিত)২৫,০০০/- টাকা
ওয়ার্ড বয়২২০০০/- টাকা

আবেদন মাধ্যম

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সৈনিক স্কুল নালন্দা অ্যাপ্লিকেশনের জন্য অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনকারীদের তাদের সম্পূর্ণ আবেদন পোস্ট/কুরিয়ারের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে-

To the Principal, Sainik School Nalanda,
Vill-Nanand, PO-Pawapuri, Dist-Nalanda, State-Bihar, Pin Code 803115

আবেদন ফি

এই আবেদনের জন্য আবেদন বাবদ ফি ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে। জেনারেল ও OBC প্রার্থীদের ৫০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ৩০০ টাকা। ব্যাঙ্ক ড্রাফটে In favour of এর জায়গায় লিখতে হবে-

The Principal, Sainik School Nalanda payable at SBI, VIMS
Pawapuri (Branch Code No 18429) or PNB, Pawapuri (Branch Code No 294200)

নিয়োগ পদ্ধতি

দুটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে-

  • Written Test
  • Skill Test

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পৌঁছানোর শেষ তারিখ২৩ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment