রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্যারামেডিকেল কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল। State medical faculty of West Bengal (SMFWB) এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। দ্বাদশ উত্তীর্ণ হলেই প্যারামেডিকেল কোর্স করা যায়। তবে সংশ্লিষ্ট বোর্ডের তরফে একটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়, সেই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই যোগ্য পড়ুয়া নির্বাচন করা হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে ১৩টি প্যারামেডিকেল কোর্সের নাম এবং রাজ্যে জুড়ে ১২৭টি সরকারি এবং সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে কী কী কোর্সে ভর্তি নেওয়া হবে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রবেশিকা পরীক্ষার তারিখ, ইত্যাদি সমস্ত কিছু বিশদে নিচে আলোচনা করা হলো।
শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria For Paramedical Course)
- কোনো স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে।
- বয়স, প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৭ বছর। ৩১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী বয়স গণনা করা হবে।
কোর্সের নাম (Paramedical Courses Name)
রাজ্যে নিম্ন লিখিত ১৩টি কোর্সে পড়ানো হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোর্সের যে তালিকা দেওয়া হয়েছে তা নিচে দেওয়া হলো।
- 1. Diploma in Medical Laboratory Technology-DMLT(Tech)
- 2. Diploma in Radiography [ Diagnostic ]-DRD(Tech)
- 3. Diploma in Physiotherapy-DPT
- 4. Diploma in Radiotherapeutic Technology-DRT
- 5. Diploma in Optometry with Ophthalmic Technique-D.OPT
- 6. Diploma in Neuro Electro Physiology-DNEP
- 7. Diploma in Perfusion Technology-DPFT
- 8. Diploma in Cath-Lab Technician-DCLT
- 9. Diploma in Critical Care Technology-DCCT
- 10. Diploma in Dialysis Technique Dialysis-(Tech)
- 11. Diploma In Operation Theatre Technology-DOTT
- 12. Diploma In Diabetes Care Technology-DDCT
- 13. Diploma In Electrocardiographic Technique-ECG (Tech)
প্রবেশিকা পরীক্ষা (Entrance Examination For Paramedical Courses)
অফলাইন মোডে প্রবেশিকা পরীক্ষাটি নেওয়া হবে। আগামী ২৮ জুলাই ২০২৪ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষাটি চলবে।
আবেদন পদ্ধতি এবং ফি (Application Form and Procedure For Paramedical Courses)
প্যারামেডিকেল কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন তথা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
আবেদন শুরু | ৬ জুন ২০২৪ |
আবেদন শেষ | ১৮ জুলাই ২০২৪ |
কলেজের নাম (Paramedical Colleges Name In West Bengal)
বিজ্ঞপ্তিতে ১২৭টি কলেজের নাম তল্লেখ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কলেজ হলো, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ইত্যাদি। রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত কোর্সগুলি করানো হবে। এছাড়াও আরও অনেক কলেজ রয়েছে সেগুলির তালিকা PDF আকারে নিচে দেওয়া হলো।
কলেজের নামের তালিকা | Download |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |