রেলে ৭৩৩ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঃ SECR Recruitment 2024 Notification

দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে, বিলাসপুর ডিভিশন, রেলে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। শুধুমাত্র মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকলেই এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে, এপ্রিল মাস পর্যন্ত আবেদন নেওয়া চলবে। মোট ৭৩৩টি পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগের বিভিন্ন বিভাগের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত দিক এই প্রতিবেদনে তুলে ধরা হল।

শূন্যপদ

পদের নামশূন্যপদ
কাঠমিস্ত্রি৩৮
কোপা (75 Divn.+25 HQ:Kong)১০০
ড্রাফটসম্যান (সিভিল)১০
ইলেকট্রিশিয়ান১৩৭
ইলেক্ট (MECH)
ফিটার১৮৭
মেশিনিস্ট
চিত্রশিল্পী৪২
প্লাম্বার২৫
মেক (আরএসি)/MECH(RAC)১৫
এসএডব্লিউ (SMW)
স্টেনো (ইংল্যান্ড)২৭
স্টেনো (হিন্দি)১৯
ডিজেল মেকানিক১২
টার্নার
ওয়েল্ডার১৮
ওয়্যারম্যান৮০
কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
ডিজিটাল ফটোগ্রাফার
মোট৭৩৩

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাবয়স সীমা
কাঠমিস্ত্রি দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই কার্পেন্ট্রিতে১৫ থেকে ২৫ বছর
কোপা দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই (COPA)১৫ থেকে ২৫ বছর
ড্রাফটসম্যান (সিভিল) দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ড্রাফটসম্যানে১৫ থেকে ২৫ বছর
ইলেকট্রিশিয়ান দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ইলেকট্রিশিয়ানে১৫ থেকে ২৫ বছর
ইলেক্ট (মেক)দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই, ইলেক্ট (মেক)১৫ থেকে ২৫ বছর
ফিটারদশম শ্রেণির পরীক্ষা + ফিটারে আইটিআই১৫ থেকে ২৫ বছর
মেশিনিস্ট দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই মেশিনিস্টে১৫ থেকে ২৫ বছর
চিত্রশিল্পী দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই পেইন্টারে১৫ থেকে ২৫ বছর
প্লাম্বার দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই প্লাম্বারে১৫ থেকে ২৫ বছর
মেচ (আরএসি)দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ইন মেক (আরএসি)১৫ থেকে ২৫ বছর
স্মিন দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই এসএমআইএন-এ১৫ থেকে ২৫ বছর
স্টেনো (ইংল্যান্ড) দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই স্টেনোগ্রাফিতে১৫ থেকে ২৫ বছর
স্টেনো (হিন্দি) দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই স্টেনোগ্রাফিতে১৫ থেকে ২৫ বছর
ডিজেল মেকানিক দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ডিজেল মেকানিকে১৫ থেকে ২৫ বছর
টার্নারদশম শ্রেণির পরীক্ষা + আইটিআই টার্নারে১৫ থেকে ২৫ বছর
ওয়েল্ডারদশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ওয়েল্ডারে১৫ থেকে ২৫ বছর
ওয়্যারম্যানদশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ওয়্যারম্যানে১৫ থেকে ২৫ বছর
কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ডা.দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই, রসায়ন ল্যাব১৫ থেকে ২৫ বছর
ডিজিটাল ফটোগ্রাফারদশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ডিজিটাল ফটোগ্রাফিতে১৫ থেকে ২৫ বছর
*** সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।

আবেদন মাধ্যম

দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে (এসইসিআর) শিক্ষানবিশ নিয়োগে অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে হবে। প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

আবেদনকারীদের ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সেখানে কোনো আবেদন ফি উল্লেখ নেই। পরবর্তী নিয়োগ পদক্ষেপ সম্পর্কে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে জানানো হবে। প্রতিবেদনের শেষে আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

মাধ্যমিক এবং আইটিআই উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশ বিবেচনা করে মেধার ভিত্তিতে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হবে। পরবর্তীতে পরীক্ষা/ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। এছাড়াও দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের (এসইসিআর) অফিসিয়াল ওয়েবসাইটেও পরীক্ষা সূচী পাওয়া যাবে। নির্বাচনের মানদণ্ড, যোগ্যতা এবং অন্যান্য তথ্যের বিষয়ে আরও তথ্যের জন্য, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি পড়তে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১২ মার্চ ২০২৪
আবেদন শেষ১২ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment