বিভিন্ন বিষয়ে ১০০০ এর বেশি শূন্যপদে শিক্ষক (PGT) নিয়োগ করতে চলেছে SSB, SSB Odisha Teacher Recruitment 2024

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওড়িশা স্টেট সেলেকশন বোর্ড। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে হাজারের বেশি শূন্যপদে শিক্ষক (PGT) নেওয়া হবে। যারা বিভিন্ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি (স্নাতকোত্তর ডিগ্রি) এবং বি.এড করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য সরকারি চাকরি পাওয়ার এবং শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ। কোন কোন বিষয়ে শিক্ষক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষা সিলেবাস ইত্যাদি সমস্ত বিষয় এই প্রতিবেদনে আলোচনা করা হল।

শূন্যপদ

পদের নামPGT
বিষয়শূন্যপদ
উদ্ভিদবিদ্যা২৯
রসায়ন৩৫
বাণিজ্য২১
অর্থনীতি১৪১
শিক্ষা৫০
ইংরেজি১৪৮
ভূগোল
ভূতত্ত্ব
হিন্দি
ইতিহাস১৪৬
হোম সায়েন্স
আইআরপিএম
যুক্তিবিদ্যা৩৮
অংক৩৯
ওডিয়া১৩০
পদার্থবিদ্যা৩৫
রাষ্ট্রবিজ্ঞান১৪৪
মনোবিজ্ঞান
সংস্কৃত৩৮
সমাজবিজ্ঞান১৫
তেলেগু
উর্দু
প্রাণিবিদ্যা২৫
শূন্যপদের মোট সংখ্যা১০৬১

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নাম্বার নিয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিএড করা থাকলে এই শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে।

বয়স

আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

বেতন

এই চাকরিতে নিযুক্তরা ৪৪৯০০ থেকে ১৪২৪০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

আবেদন মাধ্যম

অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

আবেদন ফি

জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ২০০ টাকা।

নিয়োগ পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ার দুটি ধাপ রয়েছে-

  • লিখিত পরীক্ষা
  • ক্যারিয়ার অ্যাসেসমেন্ট ( একাডেমিকে প্রাপ্ত নাম্বার অনুসারে নাম্বার দেওয়া হবে)

লিখিত পরীক্ষা ১৫০ নাম্বারের MCQ ধরনের হবে। Career assessment এ ৫০ নাম্বার থাকবে। এই দুই নাম্বার মিলিয়ে মেধাতালিকা তৈরি করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৮ মার্চ ২০২৪
আবেদন শেষ১৮ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment