SSC CGL notification 2024: কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, শূন্যপদ ১৭৭২৭

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (CGL ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় নিয়োগ সংস্থা স্টাফ সিলেকশন কমিশন (SSC)। সম্ভাব্য শূন্যপদ রয়েছে ১৭৭২৭টি। ভারত সরকারের বিভিন্ন সংস্থা, দফতর এবং মন্ত্রকে গ্রুপ বি ও গ্রুপ সি পদে এই নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। কারা এই চাকরির জন্য যোগ্য, আবেদন পদ্ধতি কী, কীভাবে নিয়োগ করা হবে, পরীক্ষার ধরন ও সিলেবাস, ইত্যাদি সমস্ত কিছু বিশদে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: SSC CGL eligibility criteria

  • নাগরিকত্বঃ প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। অবশ্য অন্য দেশ থেকে আগত নাগরিকদের জন্য কিছু শর্তাবলী স্থির করা হয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন শাখায়, আর্ট, সাইন্স, কমার্স স্নাতক হলেই এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। নম্বরের ক্ষেত্রে কোন কড়াকড়ি নেই।
  • বয়সঃ আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে SSC CGL পরীক্ষার মাধ্যমে অনেক ধরনের পদে নিয়োগ করা হয়। কিছু পদের বেলায় সর্বোচ্চ বয়স ২৭ বছর চাওয়া হয়, আবার কোথায় ৩০ বছর। আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

শূন্যপদ: SSC CGL vacancies 2024

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদের সংখ্যা ১৭৭২৭টি। তবে এই সংখ্যা সম্ভাব্য মাত্র, নিয়োগের সময় শূন্যপদের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। ক্যাটাগরি এবং পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা পরবর্তীতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। আমদের কাছে নিয়মিত সেই আপডেট পাবেন।

পদের নাম: SSC CGL various post name

দেশের বিভিন্ন সরকারি সংস্থা, দফতর এবং মন্ত্রকে SSC CGL পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। পদেগুলির মধ্যে রয়েছে গ্রুপ ‘বি’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ‘সি’ বিভাগে অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর শূন্যপদ পূরণ করা হবে। 

আবেদন পদ্ধতি এবং ফি: SSC CGL application form 2024

কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আবেদন করা যাবে। আবেদন করার আগে প্রার্থীকে কমিশনের নতুন ওয়েবসাইটে, https://ssc.gov.in গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) করে নিতে হবে। যাদের কমিশনের পুরোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে তাদেরকেও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তবে যে সকল প্রার্থীদের কমিশনের নতুন ওয়েবসাইটে আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে আর নতুন করে নাম নথিভুক্ত করার দরকার নেই।

জেনারেল/OBC ₹ ১০০
SC/ST/WOMEN/PwBD/ESM ₹ নেই

নিয়োগ পদ্ধতি: SSC CGL selection process

এই নিয়োগের ক্ষেত্রে দুটি ধাপে পরীক্ষা নিয়ে থাকে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক (CBT)। প্রথম পর্যায়ে হয় টায়ার-১ পরীক্ষা এবং প্রথম পর্যায়ে উত্তীর্ণদের দ্বিতীয় পর্যায়ের টায়ার-২ এর পরীক্ষা নেওয়া হয়। সব পরীক্ষার প্রশ্নের ধরন MCQ টাইপের হবে।

  • টায়ার-১ঃ প্রথম ধাপের টায়ার-১ পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হবে। প্রতিটি বিষয়ে ২৫টি করে প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে ৫০ করে। অর্থাৎ চারটি বিষয় মিলিয়ে মোট প্রশ্ন সংখ্যা ১০০ এবং মোট নম্বর ২০০ । সময় থাকবে ১ ঘণ্টা।
  • টায়ার-২ঃ দ্বিতীয় পর্বের পরীক্ষায় দুটি পেপারের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে পেপার-১ সব পদের আবেদনকারী প্রার্থীদের দিতে হবে। পেপার-২ শুধুমাত্র Junior Statistical Officer পদের প্রার্থীদের জন্য। পেপারে-১ এ ম্যাথমেটিক্যাল এবিলিটিজ, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়্যারনেস, কম্পিউটার নলেজ, ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল এই সব বিষয়ে প্রশ্ন থাকবে এবং পেপার-২ এ স্ট্যাটিস্টিক্স বিষয়ে প্রশ্ন থাকবে। পেপার-১ এর জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট এবং পেপার-২ এর জন্য সময় ২ ঘণ্টা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৪ জুন ২০২৪
আবেদন শেষ২৪ জুলাই ২০২৪
আবেদন ফি জমা করার শেষ তারিখ২৫ জুলাই ২০২৪
আবেদনপত্র সংশোধন করার তারিখ১০-১১ আগস্ট ২০২৪
টায়ার-১ পরীক্ষার সম্ভাব্য তারিখসেপ্টেম্বর ২০২৪
টায়ার-২ পরীক্ষার সম্ভাব্য তারিখডিসেম্বর ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now

আরও পড়ুন- কলকাতা সিটি সিভিল কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগ, লাস্ট তারিখ ১৮ জুলাই

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment