স্টাফ সিলেকশন কমিশন (SSC) সর্বভারতীয় কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষা প্রায় প্রত্যেক বছর নেয়। এবার ৩৭১২টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। এই পরীক্ষার জন্য দেশজুড়ে হাজার হাজার প্রার্থী অপেক্ষা করে থাকেন, অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে লোয়ার ডিভিশইন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই চাকরির জন্য উচ্ছমাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই নিয়োগের খুঁটিনাটি এই প্রতিবেদনে। কারা এই চাকরির জন্য যোগ্য, আবেদন কীভাবে করতে হবে, নিয়োগ পদ্ধতি কী ইত্যাদি সমস্ত কিছু আলোচনা করা হল।
শূন্যপদ
এই নিয়োগে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর এই তিন ধরনের পদ মিলিয়ে মোট শূন্যপদ ৩৭১২টি।
বেতন (Pay Scale)
পদের নাম | বেতন |
---|---|
লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট | ১৯৯০০-৬৩২০০ |
ডেটা এন্ট্রি অপারেটর | ২৫৫০০-৮১১০০ |
ডেটা এন্ট্রি অপারেটর- Level 5 | ২৯২০০-৯২৩০০ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
পদের নাম | প্রয়োজনীয় শিক্ষা |
লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি)/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) | উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য |
ডাটা এন্ট্রি অপারেটর | উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য |
ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড ‘এ’ | উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য |
বয়স
এই চাকরির জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। ০১.০৮.২০২৪ অনুযায়ী প্রার্থীদের বয়স গণনা করা হবে। তবে তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় রয়েছে। OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। PwBD প্রার্থীরা ১০ বছর এবং যদি সংরক্ষিত আসনের প্রার্থী হন তাহলে ১৫ বছরের ছাড় পাবেন।
আবেদন কীভাবে করবেন
এই নিয়োগ পরীক্ষার ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। আবেদন করার ধাপগুলি নিচে দেওয়া হল-
- SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। সেখানে যদি আপনার পূর্বেই রেজিস্টার করা না থাকে তাহলে One Time Registration করতে হবে।
- সঠিক বিবরণ সহ অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন এবং একটি পরিষ্কার ছবি এবং স্ক্যান করা স্বাক্ষর আপলোড করুন।
- ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ডেবিট/ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করে অনলাইনে আবেদন ফি প্রদান করুন।
- চূড়ান্ত জমা দেওয়ার আগে আবেদনপত্রে পূরণ করা সমস্ত বিবরণ যাচাই করুন।
- নির্দিষ্ট সময়ের আগে অনলাইনে আবেদনপত্র জমা দিন।
- জমা দেওয়ার পরে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্মটি ডাউনলোড করুন এবং মুদ্রণ করুন।
আবেদন ফি
UR/OBC | ১০০ |
SC/ST/Women/PwBD | নেই |
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হবে। প্রথমে থাকছে দুটি পরীক্ষা, Tier-1 এবং Tier-2 । প্রথম ধাপে (Tier-1) যারা উত্তীর্ণ হবেন তারা দ্বিতীয় ধাপের (Tier-2) পরীক্ষায় বসার সুযোগ পাবেন। মূলত এই দুই ধাপের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। এরপর কিছু পদের জন্য হবে স্কিল টেস্ট বা কম্পিউটার টাইপিং টেস্ট।
পরীক্ষার সিলেবাস
Tier-1
টায়ার-১ পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘণ্টা।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নাম্বার |
---|---|---|
ইংলিশ | ২৫ | ৫০ |
জেনেরাল ইন্টেলিজেন্স | ২৫ | ৫০ |
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড | ২৫ | ৫০ |
জেনেরাল অ্যাওয়ারনেস | ২৫ | ৫০ |
মোট | ১০০ | ২০০ |
Tier-2
টায়ার-২ পরীক্ষা দুটি সেশনে হবে। সেশন-১ এর জন্য সময় থাকবে ২ ঘণ্টা ১৫ মিনিট। সেশন-২ স্কিল টেস্ট/ টাইপিং টেস্ট এর জন্য বরাদ্দ। সেশন-১ এ তিনিটি সেকশন থাকবে, আবার প্রত্যেক সেকশনে দুটি করে মডিউল থাকবে। নিচের টেবিলে বিস্তারিত দেওয়া হল।
সুসংবদ্ধ | বিষয়শ্রেণী | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | অনুমোদিত সময় |
সেশন-১ | সেকশন-১ মডিউল ১: গাণিতিক দক্ষতা, মডিউল ২: রিজনিং ও জেনেরাল ইন্টেলিজেন্স | ৩০+৩০= ৬০ নম্বর | ১৮০ নম্বর | প্রতিটি বিভাগের জন্য ১ ঘন্টা। (স্ক্রাইবের জন্য যোগ্য প্রার্থীদের ১ ঘণ্টা ২০ মিনিট।) |
সেকশন ২ মডিউল ১: ইংরেজি ভাষা এবং কপ্রিহেনশন মডিউল ২: জেনেরাল অ্যাওয়ারনেস | ৪০+২০= ৬০ নম্বর | ১৮০ নম্বর | ||
সেকশন ৩ মডিউল ১: কম্পিউটার জ্ঞান মডিউল | ১৫ নম্বর | ৪৫ নম্বর | ১৫ মিনিট (স্ক্রাইবের জন্য যোগ্য প্রার্থীদের ২০ মিনিট) | |
সেশন-২ | সেকশন ৩- মডিউল ২: স্কিল টেস্ট / টাইপিং টেস্ট | পার্ট এ: DEO দের জন্য দক্ষতা পরীক্ষা। | – | ১৫ মিনিট (স্ক্রাইবের জন্য যোগ্য প্রার্থীদের ২০ মিনিট) |
পার্ট বি: এলডিসি / জেএসএ-এর জন্য টাইপিং টেস্ট। | – | ১০ মিনিট (স্ক্রাইবের জন্য যোগ্য প্রার্থীদের ১৫ মিনিট) |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ৮ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ৭ মে ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |