স্টাফ সিলেকশন কমিশন (SSC) জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। মোট ৯৬৮টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যারা ইঞ্জিনিয়ারিং করে বাড়িতে বসে আছেন তারা অনেকদিন থেকেই এই নিয়োগের অপেক্ষায় ছিলেন। অবশেষে বিজ্ঞপ্তি জারি হল। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল, মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল এই তিন বিভাগের ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শাখায় এই চাকরি হবে। এই নিয়োগের জন্য প্রার্থীর কী কী যোগ্যতা দরকার, বয়স, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়েই আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনটি সম্পূর্ণ পড়লে এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ ধারনা তৈরি হবে।
এই নজরে নিয়োগ বিজ্ঞপ্তিটি
নিয়োগ সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন |
---|---|
পদের নাম | জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil, Mechanical. Electrical) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৯৬৮ |
বেতন (₹) | বেসিল পে-৩৫৪০০; গ্রেড পে-৪২০০ |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | ssc.gov.in |
শূন্যপদ
বিভাগ | পদ | শূন্যপদ |
---|---|---|
BRO (Border Roads Organization) | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল ( শুধুমাত্র ছেলেদের জন্য ) | ৪৩৮ |
BRO | জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল | ৩৭ |
ব্রহ্মপুত্র রোড (Ministry of Jal Shakti ) | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | ২ |
সেন্ট্রাল ওয়াটার কমিশন | জুনিয়র ইঞ্জিনিয়ার- মেকানিক্যাল | ১২ |
সেন্ট্রাল ওয়াটার কমিশন | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | ১২০ |
সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট | জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল | ১২১ |
সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | ২১৭ |
সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন | জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল | ২ |
সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | ৩ |
DGQA-NAVAL, Ministry of Defence | জুনিয়র ইঞ্জিনিয়ার- মেকানিক্যাল | ৩ |
DGQA-NAVAL, Ministry of Defence | জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল | ৩ |
ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট | জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল | ২ |
ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | ২ |
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | ৬ |
মিলিটারি ইঞ্জিয়ার সার্ভিস | জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল | পরে ঘোষণা হবে |
মিলিটারি ইঞ্জিয়ার সার্ভিস | জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল | পরে ঘোষণা হবে |
মোট | ৪৬৮ |
শিক্ষাগত যোগ্যতা
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি।
- সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। তবে সব ধরনের পদে কাজের অভিজ্ঞতা দরকার নেই। ফ্রেশাররাও কিছু পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
বয়স
- সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ছাড়া অন্য সমস্ত পদে আবেদনকারী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
- সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এ আবেদনকারী প্রার্থীর বয়স ৩২ বছর হতে হবে।
*** সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
আবেদন মাধ্যম
বিজ্ঞপ্তিতে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীদের প্রথমে One Time Registration করতে হবে। তারপর লগইন করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ফর্মটি সামিট করে দিতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
আবেদন ফি
ক্যাটাগরি | ফি |
জেনেরাল/OBC | ₹ ১০০ |
SC/ST/PwBD/মহিলা | নেই |
নিয়োগ পদ্ধতি ও সিলেবাস
এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুটি পরীক্ষা নেওয়া হবে, পেপার-১ ও পেপার-২; কোন পেপারে কী ধরনের প্রশ্ন থাকবে নিচে তার তালিকা দেওয়া হল-
পেপার | বিষয় | প্রশ্নের সংখ্যা/নাম্বার | সময় |
পেপার-১ | জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং | ৫০/৫০ | ২ ঘণ্টা যারা Scribe এ পরীক্ষা দিবেন তারা পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪০ মিনিট পাবেন |
জেনেরাল অ্যাওয়ারনেস | ৫০/৫০ | ||
জেনেরাল ইঞ্জিনিয়ারিং- সিভিল এবং স্ট্রাকচারাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- ইলেক্ট্রিক্যাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- মেকানিক্যাল | ১০০/১০০ | ||
পেপার-২ | জেনেরাল ইঞ্জিনিয়ারিং- সিভিল এবং স্ট্রাকচারাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- ইলেক্ট্রিক্যাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- মেকানিক্যাল | ১০০/৩০০ | ২ ঘণ্টা যারা Scribe এ পরীক্ষা দিবেন তারা পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪০ মিনিট পাবেন |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৮ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ১৮ এপ্রিল ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |