কেন্দ্রীয় সরকারের মাল্টিটাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ এবং হাবিলদার পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। এই মর্মে কমিশনের তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সব মিলিয়ে ৮ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই উক্ত চাকরির জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে ৩১ জুলাই পর্যন্ত। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা
- কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে।
- হাবিলদার পদের বেলায় প্রার্থীর কিছু শারীরিক সক্ষমতা এবং মাপজোকের যোগ্যতা থাকতে হবে, সেগুলো নিচে দেওয়া হল।
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)
পুরুষ | মহিলা | |
হাটা | ১৬০০ মিটার ১৫ মিনিটে | ১ কিমি ২০ মিনিটে |
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
উচ্চতা | চেস্ট | |
পুরুষ | ১৫৭.৫ সেমি (গাড়োয়ালি, আসামিস, গোর্খা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ৫ সেমি ছাড় রয়েছে) | ৮১ সেমি (৫ সেমি ফুলানোর সক্ষমতা থাকা চাই) |
উচ্চতা | ওজন | |
মহিলা | ১৫২ সেমি (গাড়োয়ালি, আসামিস, গোর্খা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ২.৫ সেমি ছাড় রয়েছে) | ৪৮ কেজি (গাড়োয়ালি, আসামিস, গোর্খা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ২ কেজি ছাড় রয়েছে) |
বয়স
মাল্টিটাস্কিং পদের বেলায় প্রার্থীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। অপরদিকে হাবিলদার পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে ২৮-২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। তফসিলি জাতির প্রার্থীরা ৫ বছরের এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়াও বিশেষভাবে সক্ষম ও অবসর প্রাপ্ত চাকরিজীবীদের ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে।
পদের নাম এবং শূন্যপদ
দুটি পদ মিলিয়ে কমিশন সম্ভাব্য শূন্যপদের সংখ্যা প্রকাশ করেছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে শূন্যপদ বাড়তে পারে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হল।
- মাল্টিটাস্কিং স্টাফ- ৪৮৮৭ টি
- হাবিলদার (CBIC & CBN)- ৩৪৩৯ টি
* CBIC & CBN- Central Board of Indirect Taxes and Customs (CBIC) and Central Bureau of Narcotics (CBN)
আবেদন পদ্ধতি এবং ফি
এই নিয়োগে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে। তারজন্য SSC এর নতুন ওয়েবসাইটে (ssc.gov.in) ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) থাকতে হবে। যে সমস্ত প্রার্থীর কমিশনের পুরোনো ওয়েবসাইটে (ssc.nic.in) রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে আবার নতুন করে কমিশনের নয়া ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যদি কমিশনের নতুন ওয়েবসাইটে পূর্বেই রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় তথ্য এবং নথিপত্র সহ অনলাইনেই আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি আবেদনপত্র জমা করা যাবে।
জেনারেল এবং ওবিসি | ₹১০০ |
SC/ST/WOMEN/ESM | নেই |
নিয়োগ প্রক্রিয়া
মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার, দুটি পদের বেলায় কম্পিউটার বেসড টেস্টের (CBT) মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। প্রশ্ন হবে MCQ ধরনের। মোট ২৭০ নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ৯০ মিনিট। নিচের তালিকায় প্রশ্নের বিষয় সহ বিস্তারিত দেওয়া হল।
বিষয় | প্রশ্ন সংখ্যা/নম্বর | সময় |
সেকশন-১ | ||
Numerical and Mathematical Ability | ২০/৬০ | ৪৫ মিনিট |
Reasoning Ability and Problem Solving | ২০/৬০ | |
সেকশন-২ | ৪৫ মিনিট | |
General Awareness | ২৫/৭৫ | |
English Language and Comprehension | ২৫/৭৫ | |
মোট | ৯০/২৭০ | ৯০ মিনিট |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৭ জুন ২০২৪ |
আবেদন শেষ | ৩১ জুলাই ২০২৪ (রাত ১১টা) |
আবেদনমূল্য জমা করার শেষ তারিখ | ১ আগস্ট ২০২৪ (রাত ১১টা) |
আবেদনপত্রের ভুল সংশোধন করার তারিখ | ১৬-১৭ আগস্ট ২০২৪ (রাত ১১টা) |
পরীক্ষার সম্ভাব্য সময় | অক্টোবর-নভেম্বর ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |
আরও পড়ুন- SSC: কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ১৭৭২৭