জুন মাসের নেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল, ১৮ জুন এবারের পরীক্ষা, ঘোষণা করল NTA, এই পরীক্ষার সমস্ত খুঁটিনাটি এক নজরে, UGC NET 2024 Notification out, Eligibility, Syllabus, Application Process

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জুন মাসের নেট (UGC NET) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পাশাপাশি পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন ইউজিসি স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ বা ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদের জন্য UGC NET (National Eligibility Test) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। জাতীয় স্তরের এই পরীক্ষা সারা দেশজুড়ে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পরীক্ষার আয়োজন করে থাকে। কাদের জন্য এই পরীক্ষা, এই পরীক্ষায় বসার যোগ্যতাই বা কী, নেট পরীক্ষায় উত্তীর্ণ হলে কী কী ক্যারিয়ার অপশন রয়েছে সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। যে সমস্ত ছাত্রছাত্রীর নেট পরীক্ষা সম্পর্কে কোনও ধারনাই নেই তারাও যাতে এই প্রতিবেদন পড়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন সেই উদ্দেশ্যেই এই প্রতিবেদন রচনা করা হল।

এক নজরে UGC NET পরীক্ষা

পরীক্ষার নাম

UGC NET (University Grants Commission National Eligibility Test)

পরীক্ষা নিয়ামক সংস্থা

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)

যোগ্যতা

স্নাতকোত্তর (মাস্টার্স ডিগ্রি/MA)

প্রশ্নের ধরন

MCQ টাইপের

পরীক্ষার ধরন ও সময়

দু’টি পেপার নিয়ে এই পরীক্ষা হয়, মোট ৩০০ নম্বর, সময় ৩ ঘণ্টা

পরীক্ষা পদ্ধতি

অনলাইনে, কম্পিউটার বেসড টেস্ট

বছরে কতবার হয় এই পরীক্ষা

বছরে এই পরীক্ষা দুইবার নেওয়া হয়

পরীক্ষার উদ্দেশ্য

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করা এবং Ph.D ভর্তি

শিক্ষাগত যোগ্যতা (Educational Eligibility For UGC NET Examination)

এই পরীক্ষায় বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড স্থির করা হয়েছে তা নিম্নরূপ-

  • UGC স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর (MA) বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। তবে তফসিলি, তফসিলি উপজাতি, ওবিসি (Non-Creamy Layer), প্রতিবন্ধী (PWD) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর থাকলেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
  • যে সমস্ত ছাত্রছাত্রী স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন বা যাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়েছে কিন্তু রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তারাও এই পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে নেট রেজাল্ট প্রকাশিত হওয়ার ২ বছরের মধ্যে উপযুক্ত নম্বর (৫৫/৫০%) সহ পাস করতে হবে, অন্যথায় প্রার্থীকে ডিসকোয়ালিফাই করা হবে।

বয়স (Age Limit For UGC NET Examination)

UGC NET পরীক্ষার মাধ্যমে তিন ধরনের যোগ্যতা নির্ধারন করা হয়। তাই বয়সের ক্ষেত্রেও পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হল-

  • ০১.০৬.২০২৪ অনুযায়ী UGC NET JRF এর জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
  • UGC NET অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পরীক্ষার জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।
  • যারা শুধুমাত্র Ph.D ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের ক্ষেত্রেও বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।
  • তবে সরকারি নিয়মে তফসিলি, তফসিলি উপজাতি, ওবিসি (Non-Creamy Layer), প্রতিবন্ধী (PWD), তৃতীয় লিঙ্গ এবং মহিলা প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে।

পরীক্ষার ধরন ও সিলেবাস (UGC NET Pattern Of Examination And Syllabus)

UGC NET পরীক্ষায় প্রশ্ন MCQ ধরনের হয়ে থাকে। এখানে মোট দু’টি পেপার থাকে, পেপার-১ এবং পেপার-২ । দু’টি পেপারের পরীক্ষা একই সঙ্গে হবে এবং মাঝখানে কোনো বিরতি থাকবে না। পেপার-১ সব পরীক্ষার্থীদের জন্য একই কিন্তু পেপার-২ প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা। স্নাতকোত্তরে যার যে বিষয় রয়েছে সেই অনুযায়ী পেপার-২ এর প্রশ্ন হবে, যেমন, যার বাংলা তার বাংলা বিষয়ে প্রশ্ন থাকবে আবার যাদের বিষয় ভূগোল তাদের ভূগোল নিয়ে প্রশ্ন হবে। উভয় পেপার মিলিয়ে ১৫০টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর থাকবে ৩০০ । প্রতি প্রশ্নের জন্য ২ নম্বর। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই।

পেপার

নম্বর

প্রশ্ন সংখ্যা

প্রশ্নের বিষয় 

সময়

১০০

৫০

টিচিং এবং রিসার্চ অ্যাপটিটিউড

৩ ঘণ্টা

২০০

১০০

নিজস্ব বিষয় ভিত্তিক

নেট পরীক্ষার PDF সিলেবাস (UGC NET Examination Syllabus PDF Download Link)

পেপার-১ এবং পেপার-২ এর প্রশ্নপত্রের মধ্যে কী কী বিষয়ের উপর প্রশ্ন থাকবে তার বিস্তারিত সিলেবাস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে PDF আকারে দেওয়া রয়েছে। সেই সিলেবাসের লিঙ্ক নিচে দেওয়া রইল এবং সেই লিঙ্কে ক্লিক করে সিলেবাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

পেপার-১ এবং পেপার-২ সিলেবাস

আবেদন মাধ্যম (How To Apply For UGC NET Exam)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা UGC NET পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক এই প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বপ্রথম নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর অবশ্যই একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্মটি সামিট করে দিলেই আবেদনপত্রটি জমা পরে যাবে।

আবেদন ফি (Application Fees For UGC NET)

নিয়ম অনুযায়ী এই পরীক্ষায়ও আবেদনকারী প্রার্থীর শ্রেণি অনুযায়ী পৃথক পৃথক আবেদন ফি ধার্য করা হয়েছে। অনলাইনেই এই ফি জমা করতে হবে। কোন শ্রেণির জন্য কত ফি দিতে হবে তা নিচের তালিকায় দেওয়া হল-

ক্যাটাগরি

ফি

জেনারেল

₹ ১১৫০

EWS/OBC

₹ ৬০০

SC/ST/PwD/তৃতীয় লিঙ্গ

₹ ৩২৫

গুরুত্বপূর্ণ তারিখ (UGC NET Exam Important Dates)

আবেদন শুরু

২০ এপ্রিল ২০২৪

আবেদন শেষ

১০ মে ২০২৪

পরীক্ষার তারিখ

১৮ জুন ২০২৪

দরকারি লিঙ্ক (UGC NET Online Application Form)

অফিসিয়াল ওয়েবসাইট

অফিসিয়াল নোটিফিকেশন

আবেদন লিঙ্ক

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment