UGC NET Admit Card 2024: নেট পরীক্ষার সিটি স্লিপ এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার ১০ দিন আগে পাবেন পরীক্ষার্থীরা

ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) । আগামী ১৮ জুন সারা দেশ ব্যাপী পরীক্ষা নেবে NTA। প্রথমে ১৬ই জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন UPSC সিভিল সার্ভিস পরীক্ষা থাকায় নেট পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়। সম্প্রীতি পরীক্ষা নিয়ামক সংস্থার তরফে City intimation slip এবং Admit card কবে নাগাদ দেওয়া হবে সে সম্পর্কে বিবৃতি দেওয়া হয়েছে। পরীক্ষার ১০ দিন আগে সিটি স্লিপ UGC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন। সিটি স্লিপের মাধ্যমে প্রার্থীরা জানতে পারবেন তাদের পরীক্ষা সেন্টার কোন শহরে পড়েছে। অন্যদিকে, তারপরেই পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

কীভাবে সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করবেন ? (How to download city intimation slip ?)

  • প্রথমে UGC এর অফিসিয়াল ওয়েবসাইটি যেতে হবে।
  • হোম পেজে Advance Exam City Intimation link এ ক্লিক করতে হবে।
  • এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন দিলেই ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করার অপশন চলে আসবে।

নেট পরীক্ষায় ৬ বছর পর ফিরছে OMR শিট

এবারে নেট পরীক্ষার ধরনে কিছুটা বদল আনা হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসের পর থেকে OMR শিটের পরিবর্তে নেট পরীক্ষা কম্পিউটার বেসড টেস্টিংয়ের (CBT) মাধ্যমে নেওয়া হত। ৬ বছর পর আবার OMR শিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে NTA । কম্পিউটার বেসড টেস্টিং এ ইন্টারনেট কানেকশন আবশ্যিক ছিল। অনেক সময় ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে মাঝপথে পরীক্ষা থমকে যেত। মূলত এই সমস্যা সমাধানের জন্যই আবার পুরোনো OMR শিটে নেট পরীক্ষার প্রত্যাবর্তন হতে চলেছে।

এক নজরে নেট পরীক্ষা

প্রসঙ্গত, ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুনিয়ার রিসার্চ ফেলোশিপ (JRF) এবং পিএইচডি ভর্তির যোগ্যতা অর্জন করা যায়। নেট পরীক্ষা বছরে দুইবার হয়ে থাকে। প্রথমে হয় জুন মাসে তারপর ডিসেম্বর মাসে আর একবার নেওয়া হয়। স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকলেই এই পরীক্ষায় বসা যায়। এবারে মোট ৮৩ টি বিষয়ের উপর নেট পরীক্ষা নেওয়া হবে। দুটো শিফটে পরীক্ষা হবে, সকাল ৯.৩০ থেকে সাড়ে ১২.৩০ পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা হবে তারপর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে। পরীক্ষায় দুটি পেপার থাকে এবং মোট ৩ ঘন্টার পরীক্ষা হয়। প্রথম পেপারটি সকল পরীক্ষার্থীদের জন্য একই থাকে কিন্তু দ্বিতীয় পেপার ৮৩টি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। যে প্রার্থী যে বিষয়ের উপর আবেদন করেন তাকে সেই বিষয়ের উপর তাকে পরীক্ষা দিতে হয়। প্রথম পেপারে থাকে ৫০টি প্রশ্ন এবং দ্বিতীয় পেপারে থাকে ১০০টি প্রশ্ন, প্রতি প্রশ্নে দুই নম্বর থাকে অর্থাৎ মোট নম্বর ৩০০ । কোনো নেগেটিভ মার্কিন নেই।

“UGC NET পরীক্ষা কী ? সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া রয়েছে আমাদের প্রতিবেদনে। আপনি চাইলে সেই প্রতিবেদন পড়ে সমৃদ্ধ হতে পারেন।” 

Click Here
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment