UGC, NET, JRF, NTA এই সব কী ? NET এবং JRF কী আলাদা পরীক্ষা ? JRF এর সুবিধা কী ? দেশের অধ্যাপক জগতের বিস্তারিত তথ্য জানুন এক ক্লিকেই

UGC কী ? পুরো নাম কী ? এর কাজ কী ? What Is University Grants Commission (UGC) ? What Are The Function Of UGC ?

University Grants Commission (UGC) ভারত সরকার কর্তৃক স্থাপিত একটি বিধিবদ্ধ সংস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত উচ্চ শিক্ষা দফতরের অধীনে এটি কাজ করে (Statutory Body Under Department Of Higher Education, Ministry Of Education, Government Of India)। ভারতীয় পার্লামেন্টে UGC Act 1956 দ্বারা এই কমিশন গঠন করা হয়। দেশের উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনার জন্য এটি গঠন করা হয়েছিল। উচ্চ শিক্ষা ক্ষেত্রে UGC এর মূখ্য ভূমিকাগুলি নিচে দেওয়া হল-

UGC এর মূখ্য ভূমিকা

  • বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসার এবং উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়কারী (Promoting and coordinating) হিসাবে কাজ করা।
  • উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় অর্থ প্রদান।
  • UGC দেশের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাদান, পরীক্ষা, গবেষণা ইত্যাদি বিষয়গুলো দেখাশোনা করে।
  • উপযুক্ত শিক্ষারমান বজায় রাখতে নিয়ম-কানুন তৈরি করে।
  • বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে অনুমোদন প্রদান করে পাশাপাশি শিক্ষার মান যাতে বজায় থাকে সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ক্রমাগত পর্যবেক্ষণ করে।
  • কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির যোগাযোগ স্থাপনের (Serving as a vital link) কাজ করে UGC ।
  • কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের উপযুক্ত পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দান করে।

NTA কী ? এর পুরো নাম কী ? NTA কী কাজ করে ? ( What Is NTA ? What Is Full Form Of NTA ? What Are The Function Of NTA ?

National Testing Agency এর সংক্ষিপ্ত রূপ হল NTA । ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত উচ্চ শিক্ষা দফতরের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা (An Autonomous Agency Under The Department Of Higher Education Of The Ministry Of Education Of India) । উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষা (Entrance Examination) এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষা পরিচালনার জন্য ২০১৭ সালে নভেম্বর মাসে এই এজেন্সি গঠন করা হয়।

দেশের সমস্ত বড়ো বড়ো শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করতে চাইলে সরাসরি ভর্তি হওয়া যায় না। তার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আর সেই জাতীয় স্তরের পরীক্ষাগুলিই মূলত ন্যাশানল টেস্টিং এজেন্সি পরিচালনা করে থাকে। পাশাপাশি কিছু নিয়োগ সংক্রান্ত পরীক্ষাও NTA পরিচালনা করে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের পরীক্ষা UGC NET এবং এই পরীক্ষাটিও NTA নিয়ে থাকে। আমাদের দেশের যে সমস্ত উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ের পরীক্ষাগুলো NTA পরিচালনা করে তার তালিকা নিচে দেওয়া হল, তবে এর বাইরেও আরো কিছু পরীক্ষা NTA নিয়ে থাকে। পরীক্ষাগুলো বেশ পরিচিত, তাই সেই তালিকা দেখলেই NTA এর ভূমিকা সম্পর্কে স্বচ্ছ ধারনা জন্মাবে।

NTA পরিচালিত পরীক্ষার তালিকা

কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সমূহ

  • Joint Entrance Examination (JEE-Main)
  • National Eligibility cum Entrance Test (Undergraduate) (NEET-UG)
  • Common Management Admission Test (CMAT)
  • Common University Entrance Test (CUET)
  • Graduate Pharmacy Aptitude Test (GPAT)
  • Indian Institute of Foreign Trade Entrance Test
  • Jawaharlal Nehru University Entrance Examination
  • Indian Council of Agricultural Research Entrance Examination
  • National Council for Hotel Management Joint Entrance Examination (NCHMJEE)
  • Delhi University Entrance Test (DUET)
  • National Institute of Fashion Technology Entrance Examination
  • All India Ayush Post Graduate Entrance Test (AIAPGET)
  • Joint Integrated Programme in Management Admission Test (JIPMAT)
  • Graduate Aptitude Test – Biotechnology (GAT-B)
  • Biotechnology Eligibility Test (BET)

নিয়োগ সংক্রান্ত পরীক্ষা

  • University Grants Commission National Eligibility Test (UGC-NET)
  • Council of Scientific and Industrial Research National Eligibility Test (CSIR-NET)
  • Navodaya Vidyalaya Samiti Recruitment Exam
  • Military Nursing Service Recruitment Exam
  • Department for Promotion of Industry and Internal Trade Recruitment Exam
  • National Horticulture Board Recruitment Exam
  • Uttarakhand High Court Recruitment Exam

JRF কী ? এর পুরো নাম কী ? JRF পেলে কী কী সুবিধা পাওয়া যায় ? (What Is JRF ? What Is Full Form Of JRF ? What Are The Benefits Of JRF)

JRF এর পুরো নাম Junior Research Fellowship এবং আমাদের দেশে দু’টি পরীক্ষার মাধ্যমে এই ফেলোশিপ পাওয়া যায়। UGC NET বা CSIR NET পরীক্ষায় যারা খুব ভালো মার্ক পান তাদের JRF সার্টিফিকেট দেওয়া হয়।

JRF পেলে অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়, নিচে বেশ কয়েকটি উল্লেখযোগ্য JRF এর সুবিধা বর্ণনা করা হল-

JRF পেলে কী কী স্পেশাল সুবিধা পাওয়া যায়

  • JRF সার্টিফিকেট থাকলে Ph.D ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (Entrance Exam) দিতে হয় না। প্রার্থীর Research Proposal এর উপর ভিত্তি করে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হয়।
  • M.Phil বা Ph.D এর মতো গবেষণা মূলক ডিগ্রি অর্জনের ক্ষেত্রে JRF প্রাপকরা আর্থিক অনুদান পেয়ে থাকেন। যদি আপনার JRF থাকে তাহলে M.Phil বা Ph.D তে ভর্তি হলে এখনকার নিয়ম অনুযায়ী মাসিক ৩৭০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। এক্ষেত্রে মনে রাখার বিষয়, বর্তমান নিয়মানুসারে JRF পাওয়ার চার বছরের মধ্যে আপনাকে M.Phil বা Ph.D তে ভর্তি হতে হবে। মূল স্টাইপেন্ড বাদেও HRA (House Rent Allowance) দেওয়া হয়। কত HRA দেওয়া হবে সেটা নির্ভর করছে কোন জায়গা বা শহর থেকে আপনি কোর্স করছেন তার উপর। কোন শহরে থাকার খরচ কেমন তার উপর নির্ভর করে HRA দেওয়া হয়।
  • DRDO (Defence Research and Development Organisation) বা ISRO (Indian Space Research Organisation) এর মতো প্রসিদ্ধ সরকারি সংস্থা এবং বিভিন্ন নামী বেসরকারি কোম্পানি তাদের বিভিন্ন রিসার্চের জন্য JRF পাওয়া ব্যক্তিদের নিয়োগ করে থাকে। এই ধরনের বড়ো বড়ো সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করলে কেরিয়ারে উন্নতির সুযোগ তৈরি হয়।
  • JRF এর আর একটি সবচেয়ে বড়ো সুবিধা পাওয়া যায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে। যাদের JRF আছে তাদের একাডেমিক নম্বরে (Academic Performance Indicators (API) বাড়তি কিছু নম্বর যোগ করা হয়, ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা অনেকটাই এগিয়ে থাকেন।

UGC NET উত্তীর্ণ হয়ে কী লাভ ? NET এর পুরো নাম কী ? UGC NET এবং UGC JRF কী আলাদা পরীক্ষা ? (What Is UGC NET Exam ? What Is Full Form Of NET ? What Is The Difference Between NET And JRF ?)

UGC NET একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। National Eligibility Test হল NET এর পুরো নাম। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে জন্য আবেদন করা যায়। সংক্ষেপে বলতে গেলে, যদি আপনি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াতে চান তবে আপনাকে অবশ্যই UGC NET উত্তীর্ণ হতে হবে। অবশ্য আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাইলে, রাজ্য সরকার দ্বারা পরিচালিত SET (State Eligibility Test) পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলেও আপনি যোগ্য। মোট কথা, UGC NET উত্তীর্ণরা সারা দেশের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর যোগ্যতা পায় এবং SET উত্তীর্ণরা শুধু রাজ্যের কলেজ বা ইউনিভার্সিটিতে নিয়োগের জন্য যোগ্যতা পান। যখন কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক (Assistant Professor) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন শুধুমাত্র UGC NET বা SET/SLET উত্তীর্ণরাই আবেদন করতে পারেন। সাধারণত সরাসরি ইন্টাইভিউয়ের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হয়।

UGC NET VS JRF আলাদা পরীক্ষা না একই ?

যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের বেশির ভাগই কম-বেশি UGC NET পরীক্ষা সম্পর্কে শুনেছেন এবং ভবিষ্যতে এই পরীক্ষায় বসার ইচ্ছাও অনেকের থাকে। ইচ্ছে যেমন থাকে তেমনি অনেক ভুল ধারনাও থাকে। তেমনই একটি বহু চর্চিত ভুল ধারনার বশবর্তী হয়ে অনেকেই মনে করেন UGC NET এবং UGC JRF আলাদা পরীক্ষা। কিন্তু বাস্তবে NET (National Eligibility Test) পরীক্ষা বলতে একটি মাত্র পরীক্ষাকেই বোঝায়। UGC NET নামে ভারতবর্ষে একটি মাত্র পরীক্ষাই হয়, আর সেটা ইউজিসি’র তরফে National Testing Agency (NTA) নিয়ে থাকে। পরীক্ষায় বসা মোট পরীক্ষার্থীদের মধ্যে অল্প সংখ্যক শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য উত্তীর্ণ হন এবং তার থেকেও আরও অল্প সংখ্যক ক্যান্ডিডেট জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) অর্জন করেন। উদাহরণের সাহায্যে বিষয়টা খুব সহজেই বোঝানো যায়। ধরুন, নেট পরীক্ষার মোট নম্বর ৩০০, তারমধ্যে যারা ২০০ পেয়েছেন তারা শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এবং যারা ২১০ পেয়েছেন তাদের JRF দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কাট অফ যত থাকে তার থেকে একটু বেশি কাট অফ থাকে JRF এর জন্য। নিচের তালিকায় বিগত বছরের পরিসংখ্যান দেওয়া হল, আশা করি এতে ধারনা আরও স্পষ্ট হবে।

 UGC NET Dec 2023, পরিসংখ্যান

মোট আবেদনকারী

৬৩৯০৬৯

পরীক্ষায় বসেছেন

৪৬২১৪৪

শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট উত্তীর্ণ হয়েছেন

৩২৩০৪

JRF পেয়েছেন 

৪৯৩৭

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment