Utkarsh Bangla Scheme: উৎকর্ষ বাংলা প্রকল্প এর মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিচ্ছে সরকার !

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য একটি প্রকল্প হলো ‘উৎকর্ষ বাংলা প্রকল্প’। রাজ্যের কর্মক্ষম ছেলেমেয়েরা যাতে একটি কারিগরি কাজ শিখে টাকা রোজগার করতে পারেন সেই উদ্দেশ্যে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারী এই প্রকল্পের সূচনা করা হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে ‘পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট’ (PBSSD) এই প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে। বর্তমানে বহু শিক্ষিত ছেলেমেয়ে পড়াশোনা করে বেকারত্বের জ্বালা নিয়ে বাড়িতে বসে আছেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় রাজ্যের কর্মক্ষম নাগরিকরা যাতে ট্রেনিং নিয়ে চাকরি বা ব্যবসা করে আয়-উন্নতি করতে পারেন সেজন্য রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক শিক্ষার্থীকে দৈনিক ৫০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের সম্পূর্ণ তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

প্রকল্পের উদ্দেশ্য

উৎকর্ষ বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প। যুব সমাজকে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এতে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করে জীবিকা নির্বাহ করতে পারবেন। প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরি বা স্বনির্ভর ব্যবসার মাধ্যমে উপার্জন করতে সক্ষম হবেন।

যোগ্যতা

উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়। এগুলো হলো-

  1. বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবেন।
  2. বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  3. শিক্ষাগত যোগ্যতা: কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। তবে বিভিন্ন ট্রেনিং এর জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সাধারণত অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পাশ হলেই যে কোনো প্রশিক্ষণ নেওয়া যায়। যারা অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে তারা যেমন আবেদন করতে পারবে, তেমনি স্কুল ড্রপ আউট ছাত্রছাত্রীরাও এই প্রশিক্ষণের জন্য আবেদনযোগ্য।
  4. আগ্রহ: আবেদনকারী যে কাজের জন্য প্রশিক্ষণ নিতে চান, সেই কাজে আগ্রহী হতে হবে।
  5. পূর্ব অভিজ্ঞতা: কিছু ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যায়। তবে কিছু প্রোগ্রামে নির্দিষ্ট কারিগরি জ্ঞানের প্রয়োজন লাগে।
  6. নথি প্রমাণ: বার্থ সার্টিফিকেট, পরিচয়পত্র, বসবাসের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র থাকতে হবে।

উপরোক্ত যোগ্যতা অনুযায়ী আবেদনকারী উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ নিতে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- Mpox in India Outbreak: এমপক্স ভাইরাস কি ? আবার কি করোনার মতো পরিস্থিতি হবে ?

কী কী বিষয়ে ট্রেনিং দেওয়া হবে

প্রকল্পের আওতায় ৪০০ থেকে ১২০০ ঘণ্টার বিভিন্ন কোর্স প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রশিক্ষণ ক্ষেত্র হলো-

  • স্বাস্থ্যসেবা
  • কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং
  • ইলেকট্রিক্যাল মেরামতি
  • কম্পিউটার টেকনিশিয়ান
  • ডাটা এন্ট্রি অপারেটর
  • ব্যাঙ্কিং এবং ফিনান্স
  • সিকিউরিটি গার্ড
  • আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • কারিগরি দক্ষতা
  • গাড়ি চালানো ও রক্ষণাবেক্ষণ
  • বিউটি এবং ওয়েলনেস
  • বস্ত্র ও পোশাক প্রস্তুতি
  • ফায়ার ফাইটার
  • টেলিকলার সার্ভিস
  • টেলারিং
  • রিটেল

কাজের সুযোগ

প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রশিক্ষণ প্রাপ্তরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও স্বনির্ভর ব্যবসা করেও উপার্জন করাতে পারবেন। যে যে ক্ষেত্রে চাকরি পাওয়া যাবে, সেগুলি হলো-

  • স্বাস্থ্য সহকারী
  • ব্যাঙ্কিং ও ফিনান্স কনসালটেন্ট
  • কারিগরি সহকারী
  • বিউটি এক্সপার্ট
  • মেশিন অপারেটর
  • আইটি প্রফেশনাল
  • ফ্যাশন ইন্ডাস্ট্রি

রাজ্যের ট্রেনিং সেন্টার সংখ্যা

উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে বর্তমানে ১৮৪টি পলিটেকনিক কলেজ, ২৯৮টি ITI (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) এবং ৪৬টি ফার্মেসি ইনস্টিটিউট যুক্ত রয়েছে। এছাড়াও এই প্রকল্পের অধীনে ২৬১৯টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার (VTC) এবং ভোকেশনাল এডুকেশন (VE) স্কুল রয়েছে।

আবেদন প্রক্রিয়া

উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদন করতে হলে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে সরাসরি আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। নিচে আবেদনের ধাপগুলো দেওয়া হলো-

  1. Utkarsh Bangla অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
  2. Trainee‘ অপশনে ক্লিক করুন।
  3. পছন্দসই জেলা, ট্রেনিং সেক্টর এবং কেন্দ্র নির্বাচন করুন।
  4. ফর্মটি পূরণ করে জমা দিন।
  5. সফলভাবে জমা দেওয়ার পর একটি আবেদন নম্বর পাবেন। এই আবেদন নম্বর ভবিষ্যতে স্ট্যাটাস দেখতে কাজে লাগবে, তাই সেটি রেখে দিবেন।

শেষকথা

উৎকর্ষ বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের জন্য একটি দারুণ প্রকল্প। বর্তমান বাজারে চাকরির বড়ই অভাব। হাজার হাজার ছেলেমেয়ে কাজ খুঁজে বেরাচ্ছে, কিন্তু কোথাও কাজ নেই। বেকারত্বের সমস্যা বর্তমানে একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপটে সরকারের এই উদ্যোগ কর্ম প্রত্যাশী তরুণ-তরুণীদের চাকরি ও স্বনির্ভরতা যোগাবে বলেই আশা করা যায়।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here

আরও পড়ুন- WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি তথ্য, In Depth তথ্য

আরও পড়ুন- SSC GD Recruitment 2025: শূন্যপদ, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি বিশদে

আরও পড়ুন- Krishak bandhu scheme: কৃষক বন্ধু প্রকল্প কি ? এর আওতায় মিলবে ১০০০০ টাকা !

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment