কলেজ ভর্তি প্রক্রিয়ায় আমূল পরিবর্তন, এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে কলেজের ভর্তি: WB Centralised Admission Portal 2024

এবার কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া হচ্ছেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ শিক্ষা দফতর। কী এই কেন্দ্রীয় পোর্টাল ? এই পোর্টালের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কী সুবিধা পাবে পড়ুয়ারা ? আগের ভর্তি প্রক্রিয়ায় কী অসুবিধা ছিল যার জন্য নতুন পোর্টাল চালু করতে হল শিক্ষা দফতরকে ? এইসব নানা প্রশ্ন রাজ্যের বহু ছাত্রছাত্রীদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন্দ্রীয় পোর্টাল কীভাবে কাজ করবে এবং এই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া কতটা মসৃণ হবে পড়ুয়াদের জন্য সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। প্রসঙ্গত, গত বছরও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা ছিল কিন্তু সেই সময় পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে সেই প্রক্রিয়া চালু করা যায়নি।

কেন্দ্রীয় পোর্টাল কী ? (What is WBCAP ? Full form Of WBCAP)

কলেজ ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ এবং সহজ করার জন্য রাজ্য উচ্চ শিক্ষা দফতরের একটি নতুন চিন্তা-ভাবনা ফসল কেন্দ্রীয় ভর্তি পোর্টাল (WBCAP) । এর পুরো নাম West Bengal Centralised Admission Portal । এই বছর আর ছাত্রছাত্রীদের আগের মতো আলাদা আলাদা কলেজের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে আবেদনপত্র জমা করতে হবে না। অনলাইন এই পোর্টালের মাধ্যমে একবার মাত্র রেজিস্ট্রেশন করে সব কলেজে আবেদন করা যাবে। এই ব্যবস্থায় কলেজ ভর্তি প্রক্রিয়া অনেকটাই সহজ হবে এবং ছাত্রছাত্রীদের পছন্দমত বিষয় ও কলেজ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হবে।

কেনো কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল চালু করতে হচ্ছে ? আগের ভর্তি প্রক্রিয়ায় কী অসুবিধা ছিল ?

কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনার পূর্বে একটু ধারণা থাকতে হবে আগে কলেজে কীভাবে ভর্তি প্রক্রিয়া হতো এবং তাতে কী কী খামতি ছিল সেই সম্পর্কে।
গতবছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা করতে হতো। পাশাপাশি প্রত্যেক কলেজের জন্য আলাদা আলাদা ফিও জমা করতে হতো পড়ুয়াদের। একজন পড়ুয়া একটি কলেজেই ভর্তি হয় কিন্তু তার অন্য কলেজে জমা করা আবেদনমূল্যের টাকা সে আর ফেরত পায় না। এতে প্রার্থীদের প্রচুর টাকা অপচয় হতো।
এছাড়াও আগের ব্যবস্থায় ছাত্রছাত্রীরা পছন্দমত কলেজ এবং বিষয় পেতে সমস্যায় পড়তো। একেক কলেজ একেক সময়ে মেরিট লিস্ট প্রকাশ করত এবং কলেজগুলির ভর্তি সময়ও ছিল আলাদা আলাদা। দেখা গেল একজন পড়ুয়া যে কলেজে ভর্তি হতে চাইছে ওই কলেজের আগেই অন্য কলেজ মেরিট লিস্ট প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিলো। এই অবস্থায় ওই পড়ুয়ার কাছে আগে চান্স পাওয়া কলেজে ভর্তি হওয়াটাই নিরাপদ, কারণ পরবর্তীতে তার পছন্দমত কলেজে সে সুযোগ নাও পেতে পারে। এই অবস্থায় ওই পড়ুয়ার পুরো বছরটাই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আবার অনেক সময় দেখা যেত একজন পড়ুয়া তার পছন্দমত বিষয় নিয়ে যে কলেজে ভর্তি হতে চাইছে সেই কলেজে প্রথম দিকে সুযোগ পেল না, এরপর সে অন্য কলেজে ভর্তি হয়ে গেল। পরবর্তীতে ওই কলেজে হয়তো যারা সুযোগ পেয়েছে তাদের অনেকেই ভর্তি হলো না, ফলে কিছু শূন্যপদ তৈরি হলো। কিন্তু এই খবরটা যারা ইতিমধ্যে অন্য কলেজে ভর্তি হয়ে গেছে তাদের অনেকেই জানতেই পারতো না, সেজন্য সুযোগটা হাতছাড়া হয়ে যেত। একজন পড়ুয়া যেহেতু অনেক কলেজে আবেদন করতে পারে তাই এই জটিলতা সৃষ্টি হয়, এর ফলে অনেক পড়ুয়াকেই নিজের পছন্দের বাইরে গিয়ে অন্য বিষয়ে এবং অন্য কলেজে বাধ্য হয়ে পড়াশোনা করতে হয়।
কলেজ ভর্তিকে কেন্দ্র করে আগের বছরগুলিতে নানা দুর্নীতির অভিযোগও উঠে এসেছে। কোনো কলেজে মেরিট লিস্টের বাইরে অযোগ্য ছাত্রছাত্রীদের ভর্তির অভিযোগ উঠেছে আবার কোথাও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে।

কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার সুবিধা (Benefits Of WBCAP)

কলেজ ভর্তি সংক্রান্ত এই বৃহত্তর সমস্যা সমাধানের পথ খুঁজতেই কেন্দ্রীয় পোর্টালের ভাবনা। উচ্চশিক্ষা দফতরের দাবি, এই পোর্টালের মাধ্যমে একজন পড়ুয়াকে আর বিভিন্ন কলেজে বারবার আবেদনপত্র জমা করতে হবে না। পোর্টালে একজন পড়ুয়াকে একবারই রেজিস্ট্রেশন করতে হবে নিজের পছন্দমত সমস্ত কলেজে আবেদন করার জন্য। ছাত্রছাত্রীরা নিজের নিজের বিষয়ে পছন্দ মতো একাধিক কলেজ নির্বাচন করতে পারবেন। পরবর্তীতে একজন পড়ুয়া কোন কোন কলেজে সুযোগ পেয়েছে তার তালিকা সে একটিমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই পোর্টালে লগইন করে জানতে পারবে। সুযোগ পাওয়া কলেজের তালিকা থেকে নিজের ইচ্ছামত কলেজে ভর্তি হতে পারবে।
আরো সুবিধা রয়েছে, ধরা যাক একজন পড়ুয়া পাঁচটি কলেজে আবেদন করেছে। প্রথম দফার মেরিট লিস্ট অনুযায়ী সে দুটি কলেজে সুযোগ পেল এবং তার মধ্যে একটি কলেজে ভর্তি হয়ে গেল। দ্বিতীয় দফায় দেখা গেল ওই পড়ুয়া তার পছন্দের অন্য একটি কলেজে সুযোগ পেয়ে গেল। সে ক্ষেত্রে ওই পড়ুয়া প্রথম কলেজের এডমিশন ক্যানসেল করে পরবর্তীতে সুযোগ পাওয়া কলেজে আবার এডমিশন হতে পারবে, পাশাপাশি আগের কলেজের ভর্তির টাকাটাও সে ফেরত পাবে।
সবদিক বিচার করলে উচ্চশিক্ষা দফতরের এটি একটি যুগোপযোগী উদ্যোগ। এর ফলে একদিকে যেমন কলেজ ভর্তির প্রক্রিয়াটি হয়ে উঠবে মসৃণ ও স্বচ্ছ তেমনি অপরদিকে ছাত্রছাত্রীদের হয়রানি বহু অংশেই লাঘব হবে।

কবে নাগাদ এই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ? (College Admission 2024)

সাধারণত কলেজগুলিতে জুলাই মাস নাগাদ পঠন-পাঠন শুরু হয়। তাই আশা করা যায় খুব শীঘ্রই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। উচ্চশিক্ষা দপ্তর থেকে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হলেই আমরা যথাসময়ে জানিয়ে দিব তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

কোন কোন কলেজ কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবে না

গোটা রাজ্যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও কিছু স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজ রয়েছে যেগুলিতে এই পোর্টালের মাধ্যমে ভর্তি নেওয়া হবে না। ওই কলেজগুলিতে আগের মতোই কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। যে যে কলেজ এই পোর্টালের আওতায় পড়বে না তার তালিকা নিচে দেওয়া হল

1Al Ameen Memorial Minority College
2Bankura Christian College
3Midnapore College
4Milli Al-Ameen College (For Girls)
5Panskura Banamali College
6Raja Narendralal Khan Women’s College [Gope College] (Autonomous)
7Ramkrishna Mission Residential College, Narendrapur
8Ramakrishna Mission Vidyamandira, Belur Math
9Scottish Church College
10Serampore College
11Shri Shikshayatan College
12St. Paul’s Cathedral Mission College
13St. Xavier’s College
14Taradevi Harakhchand Kankaria Jain College
15The Bhawanipur Education Society College
16The Heritage College
17Women’s Christian Colleg

অফিসিয়াল ওয়েবসাইট

state.wbcap.in

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment