বহু প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। ১৯ জুন আনুষ্ঠানিকভাবে রাজ্যে চালু হল ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল’ (CAP)। এই অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের বিভিন্ন কোর্সগুলিতে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ গোটা ব্যবস্থাটা দেখাশোনা করবে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর দাবি, এই পোর্টালের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আসবে।
‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল’ এর মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে।” সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট কোর্স সংখ্যা ৭২১৭টি। আগামী ২৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই নতুন ব্যবস্থা সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। কীভাবে পোর্টাল কাজ করবে ? আবেদনের পদ্ধতিই বা কী ? কলেজে ইচ্ছেমত বিষয় কীভাবে পাবো ? ইত্যাদি নানা ধোঁয়াশা রয়েছে। ভর্তির অভিন্ন পোর্টাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হল।
- একজন পড়ুয়া সর্বোচ্চ ২৫টি কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন।
- আবেদন ফি একটাই দিতে হবে। আগের বছরের মতো বিভিন্ন কলেজের জন্য আলাদা আলাদা ফি জমা করতে হবে না।
- পোর্টালের সাহায্যে একজন পড়ুয়া কলেজ এবং বিষয় দুটোই ‘আপগ্রেড’ করতে পারবেন। দেখা গেল এক আবেদনকারী প্রথম দফায় ভূগোল নিয়ে এক কলেজে ভর্তি হল। দ্বিতীয় দফায় ওই পড়ুয়া যদি ইংরেজিতে ভালো কোনো কলেজে সুযোগ পান, সেক্ষেত্রে কলেজ এবং বিষয় পরিবর্তনের সুযোগ থাকছে। পরের ভর্তিতে আবার ফি জমা করতে হবে না। যদি পরের ভর্তির ফি একটু বেশি হয় তাহলে বাড়তি টাকাটাই শুধু দিতে হবে। আবার যদি দ্বিতীয় কলেজ ফি কম হয় তাহলে বাড়তি টাকাটা ফেরত পাওয়া যাবে।
অবশ্য রাজ্যের সমস্ত কলেজ – বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রীয় ভর্তি পোর্টালের আওতায় পড়বে না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সংখ্যালঘু কলেজ সহ স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজস্ব ভাবে ভর্তি প্রক্রিয়া চালু রাখবে। এ ছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠানে বিএড, আইন, ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস, ক্রাফ্টস, নৃত্য, সঙ্গীত কোর্স পড়ানো হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রেও ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল’ এর মাধ্যমে আবেদন করা যাবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৪ জুন ২০২৪ |
আবেদন শেষ | ৭ জুলাই ২০২৪ |
প্রথম দফার মেরিট লিস্ট | ১২ জুলাই ২০২৪ |
ভর্তি প্রক্রিয়া শেষের তারিখ | ১৮ জুলাই ২০২৪ |
ক্লাস শুরু | ৭ আগস্ট ২০২৪ |
দ্বিতীয় দফার মেরিট লিস্ট | ৮ আগস্ট ২০২৪ |