পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় দুটি চাকরিমুখী কোর্স নিয়ে এলো, সহজ ও দ্রুত চাকরি

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের তরফে দুটি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি হলো ভেটেরিনারি ফার্মাসিতে ডিপ্লোমা কোর্স এবং অপরটি হলো ফিশারি সাইন্সে (মৎস্য বিজ্ঞান) ব্যাচেলর ডিগ্রি কোর্স। ভেটেরিনারি ডিপ্লোমা কোর্সটি ২ বছরের এবং ফিশারি ব্যাচেলর ডিগ্রি কোর্সটি ৪ বছরের। উভয় কোর্সেই বিজ্ঞান শাখায় দ্বাদশ উত্তীর্ণরা ভর্তি হতে পারবেন। তবে উক্ত দুটি কোর্সে ভর্তির ক্ষেত্রে সামান্য কিছু শিক্ষাগত যোগ্যতার পার্থক্য রয়েছে সে সম্পর্কে বিশদে নিচে দেওয়া আছে। বিজ্ঞান শাখার অধিকাংশ পড়ুয়ার লক্ষ্য থাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার। তাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইঁদুর দৌড়ে প্রতিযোগিতা খুব বেশি। সাইন্স নিয়ে পড়াশোনা করার পর এমন অনেক কোর্স রয়েছে যেখানে তুলনামূলকভাবে প্রতিযোগিতা কিছুটা কম এবং খুব সহজেই চাকরি পাওয়া যায়। এই ধরনেরই দুটি কোর্স হলো ভেটেরিনারি ফার্মাসি ও ফিশারি সাইন্স। উক্ত কোর্স দুটিতে ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা, আবেদন ও ভর্তির প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত নিচে দেওয়া হলো।

ফিশারি সাইন্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান শাখায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে প্রার্থীকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। তপসিলি, তপসিলি উপজাতি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

ভেটেরিনারি ফার্মাসিতে ভর্তির শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে বিজ্ঞান শাখায় অন্তত ৪৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রেও তপসিলি, তপসিলি উপজাতি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

এক্ষেত্রে মনে রাখতে হবে যারা ওপেন স্কুল বা বৃত্তিমূলক কোর্স করেছেন তারা আবেদন করতে পারবেন না।

বয়স

ভেটেরিনারি ফার্মাসি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে আবেদনকারীর বয়স ১৭ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

অপরদিকে ফিশারি সাইন্সে ভর্তি হতে গেলে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। বয়সের ঊর্ধ্বসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। উভয় ক্ষেত্রেই বয়স গণনা করা হবে ৩১/১২/২০২৪ অনুযায়ী।

নাগরিকত্ব ও বাসিন্দা

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও হতে হবে।

সিট সংখ্যা

ফিশারি সাইন্সে ব্যাচেলর কোর্সের জন্য মোট সিট সংখ্যা রয়েছে ৪৯টি, অপরদিকে ভেটেরিনারি ডিপ্লোমা কোর্সের জন্য মোট ৩৩টি সিট রয়েছে।

আবেদন পদ্ধতি ও ফি

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি অনলাইনে উক্ত কোর্স দুটির জন্য আবেদন জানাতে হবে। আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। আবেদন করার সময় প্রার্থীকে কিছু ডকুমেন্টের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে, সেগুলি হল-

  • বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।
  • মাধ্যমিকের মার্কশিট
  • উচ্চ মাধ্যমিকের মার্কশিট
  • Domicile Certificate  (লিঙ্ক নিচে দেওয়া আছে)
  • জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট
  • আধার কার্ড

Domicile Certificate হলো বাসস্থানের প্রমাণপত্র। বিজ্ঞপ্তির সঙ্গে একটি লিঙ্ক দেওয়া রয়েছে যে লিঙ্কে ক্লিক করে ডমিসাইল সার্টিফিকেটের ফরম্যাটটি PDF আকারে ডাউনলোড করা যাবে। নিচে সরাসরি ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে।

শ্রেণিফি
জেনারেল₹ ৫০০
SC/ST/OBC/PwB₹ ২৫০

যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়া

উক্ত কোর্সের জন্য যোগ্য প্রার্থী বাছাই এর ক্ষেত্রে কোনো রূপ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৭ জুলাই ২০২৪
আবেদন শেষ৩১ জুলাই ২০২৪
মেরিট লিস্ট প্রকাশের সম্ভাব্য তারিখ৮ আগস্ট ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload/Download
Domicile Certificate PDFDownload Here
আবেদন লিঙ্কApply Now

আরও পড়ুন- পোস্ট অফিস রিক্রুটমেন্ট: গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024, শূন্যপদ ৪৫ হাজার

আরও পড়ুন- What Is BCA Course ? পুঙ্খানুপুঙ্খ তথ্য

আরও পড়ুন- UGC, NET, JRF, NTA এই সব কী ? NET এবং JRF কী আলাদা পরীক্ষা ?

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment