শুরু হল রাজ্যে আইটিআই (ITI) এবং পলিটেকনিকে ভর্তির আবেদন নেওয়া, মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন: WB ITI And Polytechnic Form Fill Up 2024

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ (WBSCTE) এ বছরের ITI (Industrial Training Institute) এবং পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু করল। এবারে যারা মাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে। ITI বা পলিটেকনিক হল প্রথাগত শিক্ষার বাইরে কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা, যা শিক্ষার্থীকে কোনো বিশেষ কাজে দক্ষতা অর্জনে এবং পেশার জগতে প্রবেশে সহায়তা করে। সহজ করে বলতে গেলে, ITI বা পলিটেকনিক কোর্সে পড়ুয়াদের নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা বৃদ্ধি করা হয় এবং ওই কাজ করেই যাতে রোজগার করে জীবন নির্বাহ করতে পারে সেই শিক্ষা দেওয়া হয়। যেমন, অটোমোবাইল কোর্স, এই কোর্সে শিক্ষার্থীদের চারচাকা বাহনের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। যাতে করে ওই শিক্ষা লাভ করে পড়ুয়ারা ভবিষ্যতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে উপার্জন করতে পারে বা নিজে ব্যবসা করে টাকা রোজগার করতে পারে। ITI সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে টিপুন এবং প্রতিবেদনটি পড়ে নিন। এই কোর্সের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আবেদন কীভাবে করতে হবে, কতদিনের কোর্স, কী কী ধরনের কোর্স রয়েছে এই সব বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification For ITI & Polytechnic)

  • ITI এর জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কিছু কিছু কোর্সে অষ্টম পাসেই আবেদন করা যাবে।
  • পলিটেকনিক কোর্সের জন্য আবেদন করতেও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কীভাবে আবেদন করতে হবে ? (ITI & Polytechnic Form Fill Up 2024)

ITI এবং পলিটেকনিকে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে আবেদন জমা করতে হবে। সর্ব প্রথম প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। এই রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার প্রয়োজন হবে। মোবাইল নাম্বারে OTP আসবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। তবে আবেদনের ধাপগুলি নিচে দেওয়া হল-

  • অফিসিয়াল ওয়েবসাইটে সর্ব প্রথম যেতে হবে। সেখানে New Candidate Registration এবং Already Registered এই দুই অপশন থাকবে। যদি আগে রেজিস্ট্রেশন করা না থাকে তবে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আগেই রেজিস্ট্রেশন করা থাকে তবে লগইন করতে হবে
  • নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রার্থীর মোবাইল নম্বর USER ID এবং জন্ম তারিখ পাসওয়ার্ড হিসাবে জেনারেট হবে।
  • যাদের আগেই রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি লগইন করে ফর্ম পূরণ করতে পারবে
  • এরপর লগইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এবং ফর্ম পূরণ করতে হবে। তারপর পূরণ করা আবেদনপত্রটি জমা করে দিলেই আবেদন জমা পরে যাবে।

আবেদন ফি (Application Fee For ITI & Polytechnic)

ITI এবং পলিটেকনিক, যেহেতু দু’টি আলাদা আলাদা কোর্স তাই তাদের আবেদন ফিও পৃথক। কোন কোর্সের জন্য কত আবেদন ফি তা নিচে দেওয়া হল।

 আবেদন ফি

ITI

ছাত্র

₹ ২০০

ছাত্রী

₹ ১০০

পলিটেকনিক

সমস্ত ক্যান্ডিডেট

₹ ৪৫০

কন্যাশ্রী প্রাপক

₹ ২২৫

যোগ্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া (Selection Process For ITI & Polytechnic)

একাডেমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে এই দুই কোর্সে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ অষ্টম শ্রেণী বা মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর কাউন্সিলিং এর মাধ্যমে প্রার্থীদের পছন্দ মতো কলেজ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (ITI & Plytechnic Apply Last Date)

এই দুই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩১ মে ২০২৪ তারিখ পর্যন্ত ITI বা পলিটকনিকের জন্য আবেদন করা যাবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
ITI অফিসিয়াল নোটিফিকেশনDownload
পলিটেকনিক নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment