কাল ২ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক রেজাল্ট, কখন ? কোথায় ? কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট ? কীভাবে দেখবেন রেজাল্ট ? এখানে রইল বিস্তারিত তথ্য, (West Bengal Madhyamik Result 2024 tomorrow: How To Check WBBSE result ? Here Is The Link

বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট নিয়ে মনের মধ্যে নানা উৎকন্ঠা, সংশয় থাকেই। রেজাল্ট আশানুরূপ হবে তো ? যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তো জীবন শেষ ! ইত্যাদি নানান দুঃশ্চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। এমনটা হওয়া কিছুটা স্বভাবিকও। তাই প্রত্যেক পরীক্ষার্থী অধীর হয়ে রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকে। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ এবারে ২ মে ফল প্রকাশ হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। প্রসঙ্গত, এবারে প্রায় গোটা রাজ্যজুড়ে ৮.৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল।

রেজাল্ট প্রকাশের সময় ( Madhyamik Result Publish Time)

২ মে বৃহস্পতিবার সকাল ৯টায় সংবাদিক বৈঠক করে রেজাল্ট প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অবশ্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। কোন কোন ওয়েবসাইট থেকে ফল জানা যাবে তার তালিকাও পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করে জনানো হয়েছে। পাশাপাশি কিছু মোবাইল অ্যাপের মাধ্যমেও এবারের মাধ্যমিকের ফল জানা যাবে। যে সমস্ত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফল প্রকাশ করা হবে তার তালিকা এবং লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি ছাত্রছাত্রীরা ফল দেখতে পারবে।

মার্কশিট কবে নাগাদ দেওয়া হবে ?

রেজাল্ট প্রকাশের দিনই অর্থাৎ বৃহস্পতিবারই সকাল ১০টা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলিকে বিলি করা হবে। তবে সাধারণত স্কুলগুলি এক-দু’দিন বাদে ছাত্রছাত্রীদের মার্কশিট ও শংসাপত্র দিয়ে থাকে। এই এক-দু’দিনে স্কুলগুলো তাদের ছাত্রছাত্রীদের ফলাফলের একটা প্রতিলিপি সংরক্ষণ করে রাখে।

রেজাল্ট কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে ? (Madhymik Result 2024 Websites Link)

মধ্যশিক্ষা পর্ষদ থকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করেছে, যেখান থেকে অনলাইনে এবারের মাধ্যমিকের ফল দেখা যাবে। অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে চাইলে আগে নির্দিষ্ট মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। রেজাল্ট দেখার ওয়েবসাইট এবং অ্যাপের তালিকা নিচে দেওয়া হল-

মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট

wbresults.nic.in

wbbse.wb.gov.in

wb10.abplive.com

indiaresults.com

timesofindia.indiatimes.com/education

indiatoday.in/education-today

bangla.hindustantimes.com

indianexpress.com

tv9bangla.com

jagranjosh.com

mobile App: iresults.net

Mobile App: results.shiksha

Mobile App: Fastresult.in

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment