বর্তমান চাকরির বাজারের চরম অকালের দিনে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাচ্ছে। কয়েকদিন আগেই রাজ্য পুলিশে SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবার কনস্টেবল পদে ১১৭৪৯টি শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মহিলা এবং পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কনস্টেবল পদে যোগ দেওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস, কোথায় কিভাবে আবেদন জমা করতে হবে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয় এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন অবশ্যই উপকৃত হবেন।
কারা আবেদন করতে পারবেনঃ Eligibility Criteria
ক. নাগরিকত্বঃ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
খ. শিক্ষাগত যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ বা সমতূল্য ডিগ্রী
গ. বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতিরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে কর্মরতরা ৫ বছরের ছাড় পাবেন।
ঘ. ভাষাঃ আবেদনকারীর বাংলায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অধিবাসীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
প্রার্থীর বাঞ্ছিত শারীরিক মাপজোকঃ PMT (Physical Measurement Test)
লিঙ্গ | শ্রেণী | উচ্চতা | ওজন | বুকের মাপ |
পুরুষ | সমস্ত প্রার্থী ( গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি ব্যতীত ) | ১৬৭ সেমি | ৫৭ কেজি | ৭৮ সেমি, ফুলিয়ে ৮৩ সেমি |
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি | ১৬০ সেমি | ৫৩ কেজি | ৭৬ সেমি, ফুলিয়ে ৮১ সেমি | |
মহিলা | সমস্ত প্রার্থী ( গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি ব্যতীত) | ১৬০ সেমি | ৪৯ কেজি | প্রযোজ্য নয় |
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি | ১৫২ সেমি | ৪৫ কেজি | প্রযোজ্য নয় | |
তৃতীয় লিঙ্গ | সমস্ত প্রার্থী ( গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি ব্যতীত ) | ১৬৩ সেমি | ৫২ কেজি | প্রযোজ্য নয় |
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি | ১৫৫ সেমি | ৪৮ কেজি | প্রযোজ্য নয় |
শারীরিক সক্ষমতাঃ PET (Physical Efficiency Test)
লিঙ্গ | দৌড় | সময় |
পুরুষ | ১৬০০ মিটার | ৬ মিনিট ৩০ সেকেন্ড |
মহিলা | ৮০০ মিটার | ৪ মিনিট |
তৃতীয় লিঙ্গ | ৮০০ মিটার | ৩ মিনিট ৩০ সেকেন্ড |
শূন্যপদ
আবেদনের মাধ্যম ও সময়সীমা
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন জমা করতে পারবেন। প্রতিবেদনের শেষে প্রয়োজনীয় সমস্ত লিংক দেওয়া রয়েছে।
আবেদন নেওয়া শুরু হবে | ৭ মার্চ ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৫ এপ্রিল ২০২৪ |
কিভাবে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবেঃ (Selection Proces)
যোগ্যপ্রার্থীদের নির্বাচন করতে মোট ১০০ নাম্বারের MCQ ধরনের একটি পরীক্ষা নেওয়া হবে। পরএর মধ্যে ৮৫ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং শেষে ১৫ নাম্বারের ইন্টারভিউ হবে। পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউ এ পাওয়া নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে লিখিত পরীক্ষা হবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের Physical Measurement Test এবং Physical Efficiency Test নেওয়া হবে। PMT এবং PET এর ক্ষেত্রে কোনও নাম্বার দেওয়া হবে না। এই দুটি পরীক্ষায় শুধুমাত্র প্রার্থীর শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।
পরীক্ষার Scheme & Syllabus
জেনেরাল অ্যায়ারনেস ও জেনেরাল নলেজ | ২৫ |
ইংলিশ | ১০ |
অংক ( মাধ্যমিক মানের ) | ২৫ |
রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস | ২৫ |
আবেদন ও প্রসেসিং ফি
শ্রেণী | আবেদন ফি | প্রসেসিং ফি | মোট |
সমস্ত প্রার্থী ( তফসিলি এবং তফসিলি উপজাতি বাদে ) | ১৫০ | ২০ | ১৭০ |
তফসিলি এবং তফসিলি উপজাতি | নেই | ২০ | ২০ |
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbpolice.gov.in |
অফিসিয়াল নোটিফিকেশন | Download Here |
আবেদনের লিংক | Apply Now |