wb tet result 2024: প্রাথমিক টেট পরীক্ষার ফল জুলাই মাসে প্রকাশিত হতে চলেছে

প্রাথমিক চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) এর ফল জুলাই মাসেই প্রকাশিত হতে চলেছে। গত বছর ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল কিন্তু দীর্ঘ ৭ মাস অতিক্রান্ত হলেও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে সংসদ সভাপতি জুলাই মাসে টেট পরীক্ষার ফল প্রকাশের কথা ঘোষণা করলেন। প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “টেট পরীক্ষার অ্যানসার কি (Answer Key) চ্যালেঞ্জ করার প্রক্রিয়া শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল অ্যানসার কি প্রকাশ করব। এরপরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।”

প্রসঙ্গত, পর্ষদ সভাপতির দায়িত্ব নিয়েই গৌতম পাল জানিয়েছিলেন, তিনি বছরে দুইবার প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করবেন। সেই মতো ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ওই বছরের দ্বিতীয় টেট পরীক্ষা নেওয়া হয়। ৭ মে পর্ষদের তরফে টেটের অ্যানসার কি পাবলিশ করা হয়েছিল। পাশাপাশি যদি কোনো পরীক্ষার্থীর কোনো উত্তর নিয়ে সংশয় বা দ্বিমত থেকে থাকে তাহলে সেই অ্যানসার কি চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়েছিল। ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত অ্যানসার কি চ্যালেঞ্জ করার সময়সীমা বেঁধে দেয় পর্ষদ। ইতিমধ্যে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। এবার পরীক্ষার্থীদের তরফ থেকে পাওয়া অভিযোগগুলো বিবেচনা করে ফাইনাল অ্যানসার কি প্রকাশ করবে পর্ষদ। তার কিছুদিনের মধ্যেই চূড়ান্ত ফলাফলও ঘোষণা করা হবে।

এবারে ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন প্রাথমিক টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তার মধ্য থেকে টেটে বসেন প্রায় ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী। যা ২০২৩ সালের প্রথম টেট পরীক্ষার্থীর থেকে প্রায় ৫০ শতাংশ কম। এর কারণ হিসেবে পর্ষদ মনে করে, পূর্বে বিএড প্রার্থীরা প্রাথমিক টেট পরীক্ষায় বসতে পারতেন। যেহেতু ডিসেম্বর মাসের টেট পরীক্ষায় শুধুমাত্র ডিএলএড (D.el.ed) করা প্রার্থীরাই বসতে পেরেছেন তাই সংখ্যাটা অনেক কমেছে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হতে গেলে প্রাইমারি টেট পরীক্ষার উত্তীর্ণ হতে হয়। যাদের প্রাথমিক টিচার ট্রেনিং ডিপ্লোমা কোর্স ডিএলএড করা রয়েছে তারাই এই পরীক্ষার বসতে পারেন। আগে বিএড প্রার্থীরাও প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ পেতেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এখন শুধুমাত্র ডিএলএড প্রার্থীরাই এই সুযোগ পান।

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment