উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের কিছুটা স্বস্তি। অবশেষে তারা ভাষার বইগুলি পেতে চলেছে। উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা ও ইংরেজি সহ মোট ৬টি ভাষা রয়েছে। তার মধ্যে উর্দু ও সাঁওতালি বাদে অন্যান্য ভাষাগুলিতে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র রয়েছে। বৃহস্পতিবার ৩০ মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভাষার বইগুলির পিডিএফ সংসদের ওয়েবসাইটে আপলোড করতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সুবিধার্থে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভাষার বইগুলির পিডিএফ সংসদের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। যেহেতু ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছাতে কিছুটা দেরি হবে, তাই এই উদ্যোগ।” সংসদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফ আকারের বইগুলি ডাউনলোড করা যাবে।
চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পঠনপাঠন পদ্ধতিতে বদল এসেছে। এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে। উভয় শ্রেণীতে দুটি করে সেমিস্টার রয়েছে। অন্যান্য বিষয়গুলির পাশাপাশি ভাষার বিষয়গুলিতেও পাঠক্রমের বিরাট পরিবর্তন হয়েছে। কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এখনো ভাষার নতুন বইগুলি ছাত্রছাত্রীরা হাতে পায়নি। ফলে পড়ুয়ারা প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছে। এদিকে সেমিস্টার সিস্টেমে ছয় মাস পরেই প্রথম সেমিস্টারের পরীক্ষা। একাদশ শ্রেণীতে ভর্তির পর স্কুলগুলিতে পঠন-পাঠন সেভাবে শুরু হয়নি তার মধ্যে গরমের ছুটি পড়ে যায়। এই অবস্থায় রাজ্যের বহু স্কুল অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাসের ব্যবস্থা করেছে। কিন্তু ভাষার বইগুলির অভাবে পড়াশোনা থমকে ছিল পড়ুয়াদের। এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই সংসদ ভাষার বইগুলির পিডিএফ আপলোডের সিদ্ধান্ত নেয়।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, নতুন ছাপানো বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানোর প্রক্রিয়াটি যেমন জটিল তেমনি সময়সাপেক্ষ। কোনো বিষয়ের নতুন বইকে পড়ুয়াদের হাতে পৌঁছানোর আগে বহু জায়গায় চক্কর কাটতে হয়। প্রকাশক সংস্থা, শিক্ষা দফতর, টেক্সট বুক কর্পোরেশন, প্রুফ রিডার, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইত্যাদি বহু জায়গায় হাত বদল হয়ে তারপর সেই বই পড়ুয়ারা হাতে পায়। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণেই ভাষার বইগুলি এখনো স্কুলে স্কুলে পৌঁছানো সম্ভব হয়নি বলে সংসদের তরফে জানানো হয়েছে। তাই আপাতত পিডিএফ আপলোডের সিদ্ধান্ত।