WBCS (West Bengal Civil Service) পরীক্ষায় অংশগ্রহণ করা লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য বড়ো এক পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে PSC (Public Service Commission) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের WBCS পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। তবে চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের পরীক্ষা পুরানো সিলেবাস মেনেই হবে। এই নতুন সিলেবাস কীভাবে পরীক্ষার ধরণ এবং প্রস্তুতির ওপর প্রভাব ফেলবে, সেই সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদে কিছু জানানো হয়নি। পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন সিলেবাসের বিস্তারিত বিষয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
PSC-এর মতে, WBCS পরীক্ষার সিলেবাসে পরিবর্তনের মূল উদ্দেশ্য হল বর্তমান যুগের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষার মান আরও উন্নত করা। নতুন সিলেবাসে কী কী পরিবর্তন আসবে তা এখনও অফিসিয়ালি প্রকাশিত হয়নি। তবে আশা করা যাচ্ছে, বর্তমান সিলেবাসের কিছু বিষয় এবং বিভাগে পরিবর্তন আনা হবে এবং কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হতে পারে।
WBCS সিলেবাস পরিবর্তনকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এতদিন ধরে যারা পুরানো সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন, সিলেবাস পরিবর্তন হলে তাদের নতুন বিষয় শিখতে হবে, যা প্রস্তুতির সময় এবং পরিকল্পনা উভয়ের ওপর প্রভাব ফেলতে পারে। তবে কতটা পরিমাণ সিলেবাস পরিবর্তন হবে সে বিষয়ে কমিশন পরিষ্কার করে কিছু উল্লেখ করেনি। UPSC এর সিভিল সার্ভিস পরীক্ষাকে অনুকরণ করে WBCS পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার ধরন করা হবে বলে অনেক সংবাদপত্র দাবি করেছে। PSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই নতুন সিলেবাস প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
পরিশেষে বলা যায়, এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত, কারণ এই পরিবর্তন WBCS পরীক্ষাকে আরও প্রাসঙ্গিক এবং চ্যালেঞ্জিং করবে সে বিষয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন- WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি কথা, In Depth Details
আরও পড়ুন- Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্প এর মাধ্যমে ফ্রিতে চাকরির ট্রেনিং দিবে সরকার