WBPRB (West Bengal Police Recruitment Board) রাজ্য পুলিশে ৪০০ রাইফেলম্যান নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল। Eastern Frontier Rifles (EFR) ব্যাটালিয়নে এই নিয়োগ করা হবে।
এখনও নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কবে থেকে আবেদন শুরু হবে, প্রার্থীর কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। তবে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমাদের সঙ্গে থাকুন, সময় মতো এই নিয়োগ সংক্রান্ত খবর আমরা এই ওয়েবসাইটে প্রকাশ করব।

কিছু দরকারি লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://prb.wb.gov.in |
অফিসিয়াল নোটিস | https://prb.wb.gov.in/uploads/recruitment/171041658959418.pdf |