ভোটের আগে রাজ্য সরকার দিল চাকরির খবর। এই মর্মে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। রাজ্য সরকারের মৎস্য দফতরে এই কর্মী নিয়োগ করা হবে। এর আগে ১২ এপ্রিল ২০২৪ তারিখে একটি Indicative বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন। ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছিল এই নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ১৬ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশ করা হবে। সেই মতো আজ (১৬ এপ্রিল) এই নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদে এই চাকরির শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি ইত্যাদি উল্লেখ রয়েছে। এই নিয়োগ নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | UR | OBC A | OBC B | SC | ST | PwBD | EWS | MSP | মোট |
---|---|---|---|---|---|---|---|---|---|
FISHERY EXTENSION OFFICER/ ASSISTANT FISHERY OFFICER/ ASSISTANT RESEARCH OFFICER/ FISHERY SUPERVISOR/ ASSAY ASSISTANT | ৩২ | ৮ | ৫ | ১৬ | ৫ | ৬ | ৮ | ১ | |
| | | | | | | | | ৮১ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যত
আবশ্যিক ডিগ্রি
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞানে (Fishery Science) ৪ (চার) বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।
- পশ্চিমবঙ্গের মৎস্যচাষ, জলজ চাষ, জলজ সম্পদ এবং মৎস্য পোতাশ্রয় (Fisheries, Aquaculture, Aquatic Resources and fishing Harbour) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ভাষা
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলায় পড়তে, লিখতে এবং কথা বলার ক্ষেত্রে সাবলীল হতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।
বয়স
- ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৯ বছর হতে হবে। তবে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
আবেদন মাধ্যম ও ফি
এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীকে প্রথমে PSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তাদেরও আবার নতুন করে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তারপর নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা করতে হবে।
জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ১৬০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ইন্টারভিউইয়ের মাধ্যমে সরাসরি এই চাকরিতে নিয়োগ করা হবে। তবে খুব বেশি আবেদন জমা পড়লে কমিশন Screening Test এর মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য প্রার্থী বাছাই করবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২২ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১৪ মে ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |