WBSETCL Recruitment 2024 For 67 Apprentice: রাজ্য বিদ্যুৎ বিভাগে ৬৭ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

WBSETCL (West Bengal State Electricity Transmission Company Limited) ৬৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিয়ারিং এ যারা গ্র্যাজুইয়েট বা ডিপ্লোমা করেছেন এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য। ফ্রেশার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিয়ারিং এ পাশ করা ছেলেমেয়েদের জন্য নিজের পেশাগত যোগ্যতাকে পরিমার্জিত এবং বৃদ্ধি করার জন্য এটা একটা দারুণ সুযোগ। যারা অ্যাপ্রেন্টিস হিসাবে ট্রেনিং এর জন্য নির্বাচন হবেন তারা ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবেন, যা পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বাড়তি যোগ্যতা হিসাবে গণ্য হবে।

কারা এই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, ট্রেনিং এর সময়সীমা, স্টাইপেন্ড কত ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

কারা আবেদন করতে পারবেনঃ শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

মোট দুই ধরনের অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। বিস্তারিত নিচে দেওয়া হল-

ক. শিক্ষাগত যোগ্যতাঃ

অ্যাপ্রেন্টিসের ভাগসংখ্যাশিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)১৩AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিয়ারিং এ গ্র্যাজুয়েশন ( ৪ বছরের ফুল টাইম কোর্স )
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)৫৪West Bengal State Council of Technical Education স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিয়ারিং এ ডিপ্লোমা ( ৩ বছরের ফুল টাইম কোর্স )
মোট৬৭
সংরক্ষন
অ্যাপ্রেন্টিসের ভাগURSCSTOBC-AOBC-Bমোট
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)১৩
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)৩১১১৫৪

খ. বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী আবেদনকারীর বয়েস হতে হবে-

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)২২ বছর
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)১৮ বছর

কতদিনের ট্রেনিং ও কোথায় হবে

১২ মাসের অর্থাৎ ১ বছরের ট্রেনিং হবে। রাজ্য বিদ্যুৎ বিভাগের সাব-স্টেশন/অফিসে কাজের মধ্য দিয়ে ট্রেনিং করতে হবে নির্বাচিতদের।

ট্রেনিং এর সময়কাল

সপ্তাহের দিনসময়মধ্যাহ্ন ভোজনের বিরতি
সোম থেকে শুক্রবারসকাল ১০টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত১.৩০ থেকে ২টা

স্টাইপেন্ড কত দেওয়া হবে

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)৯০০০ টাকা
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল)৮০০০ টাকা

কিভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের প্রথমে National Apprenticeship Training Scheme (NATS) ওয়েব পোর্টালে (https://nats.education.gov.in) এনরোলমেন্ট করতে হবে। এরপর NATS লগইন ID দিয়ে West Bengal State Electricity Transmission Company Limited এর অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। প্রতিবেদনের শেষে লিংক দেওয়া আছে।

আবেদনের শেষ তারিখ

২৭ মার্চ বিকেল ৪টা পর্যন্ত পোর্টালে এনরোলমেন্ট করা যাবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রথমে আবেদনকারীদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটি বাছাই তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে সেই প্রার্থীদের Screening Test নেওয়া হবে। সব শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।

নির্বাচিত ক্যান্ডিডেটদের তালিকা পোর্টালে দেওয়া হবে। এছাড়াও যারা নির্বাচিত হবেন তাদের ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিফিকেশনDownload
NATS পোর্টালClick Here
WBSETCL ওয়েবসাইটClick Here
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment