West Bengal Co operative Bank Recruitment 2024: সমবায় ব্যাঙ্কে ৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

West Bengal Co-operative Service Commission রাজ্যের সমবায় ব্যাঙ্কে ৫০ জন করণিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। ১১ মার্চ থেকে এই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল। এই চাকরির জন্য আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীর কী কী যোগ্যতা প্রয়োজন, কোথায় এবং কিভাবে আবেদন জমা করতে হবে, পরীক্ষার সিলেবাস, নিয়োগ পদ্ধতি (Selection Process) ইত্যাদি বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

এই চাকরির জন্য কারা যোগ্য

ক. বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতিরা ৫ বছরের ছাড় পাবেন।

খ. শিক্ষাগত যোগ্যতাঃ কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালায় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং সঙ্গে উচ্চ মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে।

পাশাপাশি Computer Application বা information technology তে অন্তত ৬ মাসের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।

তবে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, All India Council of Technical Education (AICTE) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Tech বা M.Tech করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গ. ভাষাঃ চাকরিপ্রার্থীকে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে পারতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।

শূন্যপদ

মোট শূন্যপদ৫০
অসংরক্ষিত (UR)২৫
তফসিলি (SC)১০
তফসিলি উপজাতি (ST)
OBC-A
OBC-B

বেতন

এই চাকরিতে শুরুতে বেতন ৩৭৫১৩.০৭ টাকা। অবশ্য সরকারি নিয়মে পরবর্তীতে বেতন বৃদ্ধি পাবে।

আবেদনের পদ্ধতি এবং ফি

West Bengal Co-operative Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র অনলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

Exemination & Processing fees

ক্যাটাগরিএক্সামিনেশন ফিপ্রসেসিং ফিমোট
অসংরক্ষিত (UR)৪০০২৫০৬৫০
OBC-A & OBC-B৪০০২৫০৬৫০
তফসিলি এবং তফসিলি উপজাতিনেই২৫০২৫০

কিভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে

ক.স্টেজ ১ঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে সর্ব প্রথম একটি কম্পিউটারের মাধ্যমে অনলাইনে MCQ ধরনের পরীক্ষায় বসতে হবে। মোট ১৫০ নাম্বারের ২ ঘণ্টার পরীক্ষা হবে। পরীক্ষার যে বিষয়গুলির উপর প্রশ্ন থাকবে-

  • কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ( মূলত পাটিগণিত অংকের প্রশ্ন )
  • রিজনিং
  • জেনেরাল অ্যায়ারনেস
  • ইংলিশ
  • বাংলা

এই পরীক্ষায় প্রত্যেকটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নাম্বার কাটা হবে।

খ. স্টেজ ২ঃ অনলাইন পরীক্ষা CBT (Computer Based Test) এর মাধ্যমে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে পরবর্তীতে চাকরিপ্রার্থীর ৫০ নাম্বারের কম্পিউটারের সাধারণ জ্ঞানের উপর প্রাক্টিক্যাল টেস্ট নেওয়া হবে। এই টেস্টে প্রাপ্ত নাম্বার চূড়ান্ত মেধা তালিকা তৈরির ক্ষেত্রে যোগ করা হবে না। এটি শুধুমাত্র কোয়ালিফ্লাইয়িং ন্যাচারের।

গ. ইন্টারভিউঃ সব শেষে ১৫ নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে।

অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এ প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিংক

অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.webcsc.org
অফিসিয়াল নোটিফিকেশনhttps://www.webcsc.org/doc/Advt022024.pdf
আবেদনের লিংকhttps://advt202402.webcsc.org
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment