পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগের তরফ থেকে সম্প্রতি গ্রাম পঞ্চায়েত স্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে এই নিয়োগ করা হবে। সব বিভাগের মোট শূন্যপদের সংখ্যা ৬৬৫২টি। চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরি পাবার এটা বিরাট একটা সুযোগ। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল-
কোন কোন বিভাগে নিয়োগ করা হবে
রাজ্য পসঞ্চয়েত দপ্তর ক্লার্ক, একাউন্ট ক্লার্ক, এক্সএক্টিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিওন পদে ৬৬৫২টি শূন্যপদে কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। নিচের তালিকায় নিয়োগের বিভিন্ন পদ দেওয়া হয়েছে।
Accounts Clerk, Block Informatics Officer, Clerk-cum-Typist, Data Entry Operator, Panchayat Samiti Peon
Block Informatics Officer
Additional Accountant, Data Entry Operator, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant
Group – D, Lower Division Assistant, Stenographer
Executive Assistant, Gram Panchayat Karmee, Nirman Sahayak, Sahayak, Secretary
District Information Analyst
Sub-Assistant Engineer(Electrical/Civil)
Additional Accountant, Computer Assistant, Lower Division Assistant, Stenographer, Work Assistant
Parishad Public Health Officer, System Manager
Assistant Engineer
Additional Accountant, Assistant Cashier, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant
Sub-Assistant Engineer(Civil)
System Manager
Assistant, Stenographer, Work Assistant
Sub-Assistant Engineer(Electrical/Civil)
Additional Accountant, Data Entry Operator, Group – D, Lower Division… Read more at: https://www.adda247.com/bn/jobs/west-bengal-panchayat-recruitment-2024/
জেলা ভিত্তিক শূন্যপদ
জেলা অনুযায়ী শূন্যপদের তালিকা নিচে দেওয়া হল-
আলিপুরদুয়ার | ৯৬ |
বাঁকুড়া | ৫৪১ |
বীরভূম | ১২৯ |
কোচবিহার | ১৫১ |
দক্ষিণ দিনাজপুর | ৩৩১ |
দার্জিলিং | ৫৩৯ |
হুগলি | ১০৪ |
হাওড়া | ১০৩ |
জলপাইগুড়ি | ১৯১ |
ঝাড়গ্রাম | ২০০ |
কালিম্পং | ১৫১ |
মালদা | ১০২ |
মুর্শিদাবাদ | ১৩৩ |
নাদিয়া | ৪৮৬ |
উত্তর 24 পরগনা | ৩৭৯ |
পশ্চিম বর্ধমান | ৪৮৫ |
পূর্ব মেদিনীপুর | ২৩৮ |
পুরুলিয়া | ৩১১ |
দক্ষিণ ২৪ পরগনা | ৪৮৪ |
উত্তর দিনাজপুর | ২০০ |
শিলিগুড়ি মহাকুমা | ২৫ |
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে সরকারি দপ্তর সূত্রের খবর অনুযায়ী মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক উত্তীর্ণরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম | যোগ্যতা |
---|---|
ক্লার্ক, একাউন্ট ক্লার্ক, এক্সএক্টিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিওন | নন টেকনিক্যাল প্রার্থীদের জন্য মাধ্যমিক থেকে স্নাতক পাস হতে হবে এবং টেকনিক্যাল প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। |
নির্বাচন পদ্ধতি (Selection Process )
যোগ্য প্রার্থী নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। যারা যোগ্যতা অর্জন করবে তারা দ্বিতীয় পর্যায়ে অগ্রসর হবে, যার মধ্যে একটি স্কিল টেস্ট বা ইন্টারভিউ থাকতে পারে। নিয়োগ সংক্রান্ত পদ্ধতি নিয়ে এখনও বিস্তারিত কিছূ জানানো হয়নি। সরকারিভাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলে পরবর্তী পোস্টে তা জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://prd.wb.gov.in |