WB police sub-inspector recruitment: আসন্ন লোকসভা ভোটের আগেই চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর ! সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মহিলা এবং পুরুষ উভয় পদেই লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ৪৬৪ জনের নিয়োগের কথা বলা হয়েছে। কারা এই পদে যোগ্য, প্রার্থী বাছাই প্রক্রিয়া, সিলেবাস ইত্যাদি নিম্নে বিস্তারিত দেওয়া হল-
বিজ্ঞপ্তিটির সংক্ষিপ্তসার

প্রয়োজনীয় যোগ্যতা
রাজ্য সরকারের পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে গেলে একজন প্রার্থীর নিম্ন লিখিত যোগ্যতাগুলি থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা | পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। |
বয়স | ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীকে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে। তবে SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। |
ভাষা | চাকরিপ্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। |
বিভিন্ন বিভাগের মোট শূন্যপদঃ ৪৬৪

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি
এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত খুঁটিনাটি জানতে হলে অফসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। সেখানে প্রার্থীরা বিশদ তথ্য পেয়ে যাবেন। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ডাউনলোড লিংক দেওয়া হল-
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Downoload here |
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | https://wbpolice.gov.in |
আবেদনের সময় ও পদ্ধতি
৯ মার্চ ২০২৪ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করার শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৪ ।
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যজাবে। কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত পদ্ধতি এই ওয়েবসাইটে সময় মতো দেওয়া হবে। আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।
অ্যাপ্লিকেশন ফি
শ্রেণী | অ্যাপ্লিকেশন ফি | প্রসেসিং ফি | মোট |
---|---|---|---|
১. সমস্ত শ্রেণী ( SC/ST ব্যতীত ) | ₹২৫০ | ₹২০ | ₹২৭০ |
২. SC/ST | Nil | ₹২০ | ₹২০ |
প্রার্থী বাছাই প্রক্রিয়া
সাব-ইন্সপেক্টির পদে আবেদনকারী প্রার্থীদের ৪টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। এগুলি হল-
- প্রিলিমিনারি পরীক্ষা
- শারীরিক পরীক্ষা
- মেইন লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
১. প্রিলিমিনারি পরীক্ষা ( Preliminary Examination ) পূর্ণমান-২০০
বিষয় | প্রশ্ন সংখ্যা | নাম্বার |
---|---|---|
১. পাটিগণিত | ২৫ | ৫০ |
২. জেনেরাল নলেজ | ৫০ | ১০০ |
৩. লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং | ২৫ | ৫০ |
মোট | ১০০ | ২০০ |
Note: প্রিলিমিনারি পরীক্ষা MCQ ধরনের হবে। এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ, অর্থাৎ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নাম্বার কাটা হবে।
২. শারীরিক পরীক্ষা ( Physical Measurement Test (PMT) & Physical Efficiency Test (PET)
PET
পদ | দৌড় | সময় |
---|---|---|
পুরুষ S.I ( Both Unarmed & Armed Branch ) | ৮০০ মিটার | ৩ মিনিট |
মহিলা S.I (Unarmed Branch) | ৪০০ মিটার | ২ মিনিট |
PMT
লিঙ্গ | পদ | শ্রেণী | উচ্চতা | বুক | ওজন |
---|---|---|---|---|---|
১.পুরুষ | S.I ( Unarmed Branch ) | সমস্ত শ্রেণীর প্রার্থী ( রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি ব্যতীত ) | ১৬৭ সেমি | ৭৯ সেমি, ৫ সেমি ফোলাতে হবে | ৫৬ কেজি |
২.পুরুষ | S.I ( Unarmed Branch ) | রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি | ১৬০ সেমি | ৭৬ সেমি, ৫ সেমি ফোলাতে হবে | ৫২ কেজি |
৩.পুরুষ | S.I ( Armed Branch ) | সমস্ত শ্রেণীর প্রার্থী ( রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি ব্যতীত ) | ১৭৩ সেমি | ৮৬ সেমি,৫ সেমি ফোলাতে হবে | ৬০ কেজি |
৪.পুরুষ | S.I ( Armed Branch ) | রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি | ১৬৩ সেমি | ৮১ সেমি, ৫ সেমি ফোলাতে হবে | ৫৪ কেজি |
৫.মহিলা | S.I ( Unarmed Branch ) | সমস্ত শ্রেণীর প্রার্থী ( রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি ব্যতীত ) | ১৬০ সেমি | NA | ৪৮ কেজি |
৬.মহিলা | S.I ( Unarmed Branch ) | রাজবংশী, গারওয়ালী, গোর্খা, তফসিলি উপজাতি | ১৫৫ সেমি | NA | ৪৫ কেজি |
৩. মেইন লিখিত পরীক্ষা (Main Exam ) পূর্ণমান-২০০
মেইন পরীক্ষা ৩টি পেপার মিলিয়ে মোট ২০০ নাম্বারের হবে। প্রত্যেকটি পেপারের পরীক্ষাই একই দিনে হবে।
বিষয় | নাম্বার | সময় |
---|---|---|
১. Paper-1: জেনেরাল স্টাডিস ও পাটিগণিত | ১০০ ( জেনেরাল স্টাডিস ৫০, লজিক্যাল & অ্যানালিটিক্যাল রিজনিং ২৫ এবং পাটিগণিত ২৫ ) | ২ ঘণ্টা |
২. Paper-2: ইংরাজি | ৫০ | ১ ঘণ্টা |
৩. Paper-3: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি | ৫০ | ১ ঘণ্টা |
৪. ব্যক্তিত্বের পরীক্ষা ( Personality test ) পূর্ণমান- ৩০
যে সমস্ত প্রার্থী মেইন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের শেষ ধাপে ৩০ নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে।
তারপর সমস্ত ধাপের প্রাপ্ত নাম্বার যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে।