ভারতীয় সেনাবাহিনীতে গৌরবময় পদে চাকরির সুযোগ। সম্প্রতি দেশের অন্যতম নিয়োগ সংস্থা UPSC এই মর্মে CDS (Combined Defence Services) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের মূখ্য তিনটি প্রতিরক্ষা ক্ষেত্র যথা, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি এবং এয়ার ফোর্স অ্যাকাডেমিতে ট্রেনিং এর মধ্য দিয়ে অফিসার নিযুক্ত করা হবে। এছাড়াও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সব বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ৪৫৯টি। এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরীক্ষার ধরন ও সিলেবাস, আবেদনের সময়সীমা ইত্যাদি বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এক নজরে CDS পরীক্ষা | |
পরীক্ষার নাম | কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন |
নিয়োগ সংস্থা | Union Public Service Commission (UPSC) |
উদ্দেশ্য | মিলিটারি, নৌবাহিনী এবং বায়ু সেনায় অফিসার নিয়োগ |
পরীক্ষার ফ্রিকোয়েন্সি | বছরে দুই বার |
পরীক্ষার লেভেল | জাতীয় স্তরের ( সারা ভারত ব্যাপী ) |
প্রশ্নপত্রের ভাষা | ইংলিশ এবং হিন্দি |
শূন্যপদ (CDS Vacancy 2024)
বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা ক্ষেত্রের সব বিভাগ মিলিয়ে ৪৫৯টি শূন্যপদের উল্লেখ করা হয়েছে। কোন বিভাগে কত শূন্যপদ তা নিচের তালিকায় দেওয়া হল।
CDS শূন্যপদ ২০২৪, | |
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন, (১৩টি শূন্যপদ NCC 'C' সার্টিফিকেট হোল্ডার জন্য সংরক্ষিত) | ১০০ |
ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, ইজিমালা (Ezhimala-কেরালা), (৬টি শূন্যপদ NCC 'C' সার্টিফিকেট হোল্ডারদের জন্য সংরক্ষিত) | ৩২ |
এয়ার ফোর্স অ্যাকাডেমি, হায়দ্রাবাদ, (৩টি শূন্যপদ NCC 'C' সার্টিফিকেট হোল্ডারদের জন্য সংরক্ষিত) | ৩২ |
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই, (পুরুষ) | ২৭৬ |
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই, (মহিলা) | ১৯ |
মোট | ৪৫৯ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification For CDS Examination)
প্রতিরক্ষা ক্ষেত্রের তিনটি বিভাগের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ধার্য করেছে কমিশন। নিচে প্রত্যেক বিভাগের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হল।
- ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে।
- ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমিঃ কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি (BE/B.Tech) থাকতে হবে প্রার্থীর।
- এয়ার ফোর্স অ্যাকাডেমিঃ পদার্থ বিজ্ঞান ও গণিত সহ উচ্চ মাধ্যমিক পাস এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখায় ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে।
বয়স (CDS Age Limit)
CDS পরীক্ষার জন্য প্রার্থীর বয়স ২০-২৪ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ ২ জুলাই ২০০১ সাল থেকে ১ জুলাই ২০০৬ সালের মধ্যে হতে হবে। কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে যাদের তারা ২৬ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবেন।
বৈবাহিক অবস্থা (Marital Status For CDS)
শুধুমাত্র অবিবাহিত ছেলেমেয়েরাই এই নিয়োগের জন্য আবেদনযোগ্য। এমনকি ট্রেনিং চলাকালীনও কোনো প্রার্থী বিয়ে করতে পারবেন না। ২৫ বছরের বেশি বয়সী কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। তবে ট্রেনিং চলাকালীন পরিবারের সঙ্গে থাকার অনুমতি নেই।
আবেদন পদ্ধতি (Application Process For CDS)
এই নিয়োগে আগ্রহী প্রার্থীদের UPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। সর্বপ্রথম প্রার্থীকে One Time Registration (OTR) করতে হবে। যাদের পূর্বেই রেজিস্ট্রেশন করা রয়েছে তারা সরাসরি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা করতে পারবেন। কোনো প্রার্থীকে জীবনে একবারই রেজিস্ট্রেশন করতে হয়। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি আবেদন করা যাবে।
আবেদন ফি (Application fees For CDS)
আবেদন ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে। তফসিলি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না।
আবেদন সংশোধনের তারিখ (Modification In Application Form)
আবেদনপত্র জমা করার পর যদি সেখানে কোনো ভুল থেকে থাকে তাহলে আবেদনপত্রটি সংশোধনের সুযোগ দেবে কমিশন। আবেদন জমা করার শেষ তারিখের পর ৭ দিন এই সুবিধা পাবেন প্রার্থীরা। অর্থাৎ ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত আবেদনপত্রটি সংশোধন করতে পারবেন আবেদনকারীরা।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process For CDS)
দুটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে-
- লিখিত পরীক্ষা
- ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট
প্রথম স্টেজে ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন MCQ ধরনের থাকবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের দ্বিতীয় স্টেজে সার্ভিস সিলেকশন বোর্ডের (SSB) সামনে ৫ দিনের ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। SSB ইন্টারভিউয়ের সর্বোচ্চ নম্বর ৩০০ । শেষে মেডিকেল পরীক্ষা নিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।
পরীক্ষার সিলেবাস (Syllabus for CDS)
তিনটি বিভাগ মিলিয়ে মোট ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিভাগে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। তবে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য এলিমেন্টারি ম্যাথ পেপার থাকবে না, সেক্ষেত্রে ২০০ নম্বরের পরীক্ষা হবে। নিচের তালিকায় প্রশ্নের বিষয়, পরীক্ষার সময়সীমা এবং সিলেবাসের PDF এর লিঙ্ক দেওয়া হল।
CDS পরীক্ষার প্রশ্নের বিষয় | ||
বিষয় | নম্বর | সময় (ঘণ্টা) |
ইংলিশ | ১০০ | ২ |
জেনারেল নলেজ | ১০০ | ২ |
এলিমেন্টারি ম্যাথ | ১০০ | ২ |
মোট | ৩০০ | ৬ |
CDS পরীক্ষার সিলেবাস এখানে ডাউনলোড করুন- Download
গুরুত্বপূর্ণ তারিখ (Last Date For CDS Application)
আবেদন শুরু | ১৫ মে ২০২৪ |
আবেদন শেষ | ৪ জুন ২০২৪ |
সম্ভাব্য পরীক্ষার দিন | ১ সেপ্টেম্বর ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Important Link For CDS)
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |