পলিটেকনিকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ভর্তির মেরিট লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পর্ষদ। ৩১ মে পর্যন্ত চলতি শিক্ষা বর্ষের জন্য পলিটেকনিক এবং আইটিআই এর আবেদনের সময়সীমা ছিল। রবিবার ITI এর মেধা তালিকা প্রকাশ করা হয়। আজ পলিটেকনিকের মেধা তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পর্ষদ। রেজাল্টের PDF লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
গত বছরের আগে পর্যন্ত পলিটেকনিকে ভর্তির জন্য Jexpo নামে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হতো। প্রবেশিকা পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আগ্রহী প্রার্থীরা পলিটেকনিকে ভর্তি হতে পারতেন। যাদের পলিটেকনিকে দ্বিতীয় বর্ষের ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে ভর্তির যোগ্যতা থাকতো তাদের Voclet প্রবেশিকা পরীক্ষাটি দিতে হতো এবং সেই পরীক্ষার ফলাফলের ভিত্তি করে তারা সরাসরি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারতেন। কিন্তু করোনার পর গতবছর থেকে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হচ্ছে না। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধার তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকার ভিত্তিতেই আইটিআই বা পলিটেকনিককে যোগ্য প্রার্থীদের সরাসরি ভর্তি নিচ্ছে পর্ষদ।
পলিটেকনিক হল বৃত্তিমূলক শিক্ষা ( Vocational )। সাধারণ স্কুল কলেজে যে প্রথাগত শিক্ষা দেওয়া হয় তার থেকে পলিটেকনিক একটু অন্য ধরনের শিক্ষা। পলিটেকনিকে সাধারণত কোন একটি কাজে শিক্ষা দেওয়া হয় যা শিখে শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মজীবনে অবতীর্ণ হতে পারেন। এই শিক্ষার মাধ্যমে পড়ুয়াদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পেশাগত দক্ষতার শিক্ষা দেওয়া হয়। বর্তমানে সরকারি চাকরির বড়ই অভাব। এই পরিস্থিতিতে ভোকেশনাল ট্রেনিং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে। বৃত্তিমূলক শিক্ষার সম্পর্কে আরো গভীরে ভালো করে জানতে আমাদের প্রতিবেদন রয়েছে আপনি চাইলে সেই প্রতিবেদন Check Out করতে পারেন।