ডার্ক ওয়েবে UGC NET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর ধর্মেন্দ্র প্রধান। তার জেরে ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সর্ব ভারতীয় এই পরীক্ষা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, গত ১৮ জুন মঙ্গলবার নেট পরীক্ষা হয়েছিল, তারপর এক দিন পরেই বুধবার নেট পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সম্প্রতি NEET UG পরীক্ষার নানান রকম অনিয়মের অভিযোগ সামনে এসেছে সেই নিয়ে ইতিমধ্যেই দেশে তোলপাড় চলছে। বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তার মাঝে নেট পরীক্ষা বাতিল হওয়াতে দেশের শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। নেট পরীক্ষার মাধ্যমে সহকারী অধ্যাপক, রিসার্চ ফেলোশিপ (JRF) এবং P.hd তে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশ জুড়ে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী এবারে নেট পরীক্ষায় বসেন। পরীক্ষার্থীরা দিন রাত কঠোর পরিশ্রম করে নেট পরীক্ষার প্রস্তুতি নেন। পরীক্ষা বাতিলকান্ডের ফলে লক্ষ লক্ষ ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়ে গেল।
পরপর সর্বভারতীয় দুটি পরীক্ষায় অনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গলদ কোথাও যে একটা বড়ো ধরনের হচ্ছে তা মেনে নিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী জানান, ‘পরীক্ষার দিন বেলা ৩টার সময় প্রশ্ন পত্র ফাঁসের বিষয়টা জানতে পারি। এরপর ডার্ক ওয়েবে পাওয়া প্রশ্ন পত্রের সঙ্গে আসল প্রশ্ন পত্র মিলিয়ে দেখা হয়। দুটি প্রশ্নপত্র যে এক, তা নিশ্চিত হওয়ার পরেই পরীক্ষা বাতিল করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা ছিল না। তাই বাধ্য হয়ে আমাদের পরীক্ষা বাতিল করতে হল।’ ভবিষ্যতে এই ধরনের পরীক্ষায় Zero Error নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। গোটা দুর্নীতির তদন্তভার CBI এর হাতে দেওয়া হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ছাত্রছাত্রী এবং অভিভাবদের একাংশ। তবে পরীক্ষার্থীদের আশ্বস্ত করে পুনরায় নেট পরীক্ষার আয়োজন করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুন:
UGC, NET, JRF, NTA এই সব কী ? NET এবং JRF কী আলাদা পরীক্ষা ? তথ্য জানুন এক ক্লিকেই