২১. জ্যোতির্বিজ্ঞানীয় (Astronomical Geography) ভূগোলে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয় ?
উত্তরঃ মহাকাশত, সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা, নীহারিকা ইত্যাদি।
২২. জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক কে ছিলেন ?
উত্তরঃ পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস।
২৩. দ্রাঘিমা এবং অক্ষাংশের ধারণা প্রথম কে দেন ?
উত্তরঃ গ্রীক জ্যোতির্বিজ্ঞানী হিপারকাস (190-120BC)।
২৪. ভূমিরূপবিদ্যায় (Geomorphology) কী কী বিষয় অন্তর্ভুক্ত ?
উত্তরঃ শিলা, অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূপৃষ্ঠের আবহবিকার, নদী/বায়ু/হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয়, বহন, সঞ্চয়, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ ইত্যাদি। ভূতত্ত্ববিদ্যা (Geology) থেকে এই শাস্ত্রটি সৃষ্টি হয়েছে।
২৫. জলবায়ুবিদ্যায় (Climatology) কী কী বিষয় থাকে ?
উত্তরঃ বায়ুমণ্ডলের গঠন, বায়ুর চাপ, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, আবহাওয়া – জলবায়ু, গ্রিন হাউস প্রভাব, ওজন স্তর ইত্যাদি। আবহবিদ্যা বা মেটিওরোলজির (Meteorology) সঙ্গে এই শাস্ত্রের সম্পর্ক রয়েছে।
২৬. পৃথিবীর জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেন কারা?
উত্তরঃ কোপেহ, থর্নথওয়েট এবং ট্রেওয়ার্থা। (যে সমস্ত অঞ্চলে একই রকম জলবায়ু সেই অনুযায়ী পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে এরা ভাগ করেন। যেমন, উষ্ণ মন্ডল নাতিশীতোষ্ণ মন্ডল ইত্যাদি)
২৭. ভূজলবিদ্যায় (Hydrology) যে সকল বিষয় নিয়ে চর্চা করা হয় –
উত্তরঃ সাগর – মহাসাগর, জলচক্র, নদ-নদী, হ্রদ, জলাশয়, ভৌমজল, বৃষ্টিপাত ইত্যাদি।
২৮. সমুদ্রবিদ্যায় (Oceanography) আলোচ্য বিষয়গুলি হল –
উত্তরঃ সমুদ্র স্রোত, তরঙ্গ, সমুদ্রের তলদেশের ভূগঠন ও ভূপ্রকৃতি, সমুদ্রের সম্পদ, সামুদ্রিক জীব এবং বাস্তুতন্ত্র ইত্যাদি।
আরও পড়- WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি তথ্য, All in one click
২৯. মৃত্তিকা ভূগোলের (Soil Geography) বিষয়গুলি হল –
উত্তরঃ মাটির উৎপত্তি, শ্রেণিবিভাগ, ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য, কৃষির উপর প্রভাব, মাটি দূষণ, ক্ষয়, সংরক্ষণ ইত্যাদি। মৃত্তিকা বিজ্ঞান বা পেডোলজি (Pedology) থেকে এই শাখাটির উৎপত্তি হয়েছে।
৩০. জীবভূগোল (Biogeography) যে যে বিষয় নিয়ে আলোচনা করে –
উত্তরঃ পৃথিবীর উদ্ভিদ, প্রাণী ও অনুজীবিদের উৎপত্তি, বিকাশ, বণ্টন, অভিযোজন, সংরক্ষণ, পরিবেশের উপাদানগুলোর সঙ্গে জীব মণ্ডলের সম্পর্ক, ক্রিয়া – প্রতিক্রিয়া, ইত্যাদি। উদ্ভিদবিদ্যা (Botany), প্রাণীবিদ্যা (Zoology), বাস্তুবিদ্যা (Ecology), পরিবেশ বিজ্ঞান (Environmental Science) ইত্যাদি বিষয়ের সঙ্গে জীবভূগোলের সম্পর্ক রয়েছে।
৩১. মানবীয় ভূগোল (Human Geography) কী কী বিষয় নিয়ে আলোচনা করে ?
উত্তরঃ জনসংখ্যা বন্টন, জনসমষ্টির বৈশিষ্ট্য, জনঘনত্ব, শহর – নগর, ব্যবসা-বাণিজ্য, শিল্প, খনির সম্পদ, জীবিকা, ধর্ম, প্রজনন, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক জীবন, সংস্কৃতি, দর্শন, সামাজিক অবস্থা, পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের সম্পর্ক, ক্রিয়া – প্রতিক্রিয়া ইত্যাদি।
৩২. মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ কার্ল রিটার (Carl Ritter)
৩৩. পশ্চিমবঙ্গে কে ভূগোল বিষয়ের প্রবর্তন করেন ?
উত্তরঃ শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।
৩৪. ভূগোল বিষয় কোন তিনটি প্রধান প্রশ্নের উত্তর খোঁজে?
উত্তরঃ কি, কেন ও কোথায়।
৩৫. আঞ্চলিক ভূগোলের কয়টি শাখা এবং কী কী?
উত্তরঃ চারটি শাখা। যথা-
- অঞ্চল সমীক্ষা
- আঞ্চলিক উন্নয়ন
- আঞ্চলিক পরিকল্পনা
- আঞ্চলিক বিশ্লেষণ
৩৬. কোন পদ্ধতিতে দূর থেকেই তথ্য সংগ্রহ করা হয় ?
উত্তরঃ দূরসংবেদন (Remote sensing)
আরও পড়- শাস্ত্র হিসেবে ভূগোল, প্রথমভাগ
আরও পড়- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর , প্রথমভাগ