রাজ্য পঞ্চায়েত ব্যবস্থায় এক গুচ্ছ পদে নিয়োগ শুরুঃ WB Panchayat Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত উন্নয়ন দফতরের তরফে কিছুদিন আগেই ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরে ৬৬৫২ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই প্রতিবেদন আমাদের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছিল। বর্তমান চাকরির বাজারের চরম খরার দিনে এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। এই প্রতিবেদনে বিভিন্ন পদের জন্য আবশ্যক শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। যাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই প্রতিবেদনের মাধ্যমে উপযুক্ত তথ্য পেয়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন। এর আগের প্রতিবেদনে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক এই চারটি পদের বিষয়ে আলোচনা করা হয়েছিল। সেই প্রতিবেদনটি পড়তে এখানে টিপুন। আজ সেই প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি। চলুন শুরু করা যাক-

মোদ্দাকথা (গুরুত্বপূর্ণ আসল কথা)

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিভিন্ন পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। কতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে সেই সম্পর্কে সরকারি কোনও নির্দেশিকা জারি করা হয়নি। প্রয়োজনীয় সমস্ত লিংক এই প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিঃ Eligibility Criteria

আবশ্যিক যোগ্যতাঃ

  • ভারতীয় নাগরিক হতে হবে
  • WBCHSE(West Bengal Council of Higher Secondary Education) থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য ডিগ্রী

কাম্য যোগ্যতাঃ

  • কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার চালানোর কোর্স থাকা বাঞ্ছনীয়

বয়সঃ  ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।

বেতন

এই পদে নিযুক্তরা ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা মাসিক বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস

মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ ।

ইংলিশ২৫
বাংলা২৫
অংক২৫
সাধারণ জ্ঞান (Emphasis on Rural Life & Rural Development )১০

পঞ্চায়েত সমতি অ্যাকাউন্ট ক্লার্ক

আবশ্যিক যোগ্যতাঃ

  • ভারতীয় নাগরিক হতে হবে
  • মাধ্যমিক পাশ বা সমতূল্য

কাম্য যোগ্যতাঃ State Government or Central Government of State Council or Technical Education of All India Council of Technical Education দ্বারা অনুমোদিত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিক্যাশনের উপর ডিপ্লোমা ডিগ্রী বা গ্র্যাজুয়েশন

বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।

বেতন

এই পদে নিযুক্তরা ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা মাসিক বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস

মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ ।

ইংলিশ২০
বাংলা২০
অংক২৫
সাধারণ জ্ঞান (Emphasis on Rural Life & Rural Development )২০

ব্লক ইনফরমেটিক্স অফিসার

  • প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে

আবশ্যিক যোগ্যতাঃ

কম্পিউটার অ্যাপ্লিকেশানে স্নাতক ডিগ্রী বা কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রী{সাম্মানিক} বা যে কোনও শাখায় স্নাতক ডিগ্রী সঙ্গে  DOEACC-এর “A” লেভেল সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

যাদের DOEACC থেকে “B” লেভেল বা “C’ লেভেল সার্টিফিকেট কোর্স করা আছে তাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে ৩ বছরের ডিপ্লোমা করা থাকলেও যোগ্য বলে বিবেচনা করা হবে।

বিশ্বভারতীর দূরবর্তী শিক্ষা প্রোগ্রামের মাধ্যমে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, B.Tech (IT) এবং B.Sc (IT) বিষয়ে স্নাতক হলেও যোগ্য।

অন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে BE বা B.Tech বা কম্পিউটার সায়েন্সে BSc অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক/স্নাতকোত্তর বা সাধারণ ইঞ্জিনিয়ারিং স্ট্রিম কোর্সে বিএসসি এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.Sc (IT)

বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।

বেতন

এই পদে যারা চাকরি পাবেন তারা ৩২১০০ থেকে ৮২৯০০ টাকা মাসিক বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস

মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৬৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে আর ২৫ নাম্বারের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হবে এবং শেষে ১৫ নাম্বারের ইন্টারভিউ ।

ইংলিশ১০
বাংলা১০
অংক১০
সাধারণ জ্ঞান (Emphasis on Rural Life & Rural Development )১০
কম্পিউটার অ্যাপ্লিকেশন (25 marks for Theoretical examination of
B.C.S standard & 20 marks for practical test)
৪৫

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbprms.in
অফিসিয়াল নোটিফিকেশনhttps://wbprms.in/notice/postlist
রেজিস্ট্রেশন লিংকhttps://wbprms.in/authentication/signup
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment