ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে (IPPB) চাকরির সুযোগ। যারা সাধারণ শাখায় স্নাতক (Graduation) পাস করে বাড়িতে বসে আছেন, তাদের জন্য সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। যদিও এই চাকরিতে চুক্তির ভিত্তিতে (contractual basis) কর্মী নিয়োগ করা হবে তবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী চাকরির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রার্থীদের যোগ্যতা, বয়সসীমা, কীভাবে আবেদন করবেন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
বিজ্ঞপ্তিটির সারসংক্ষেপ
নিয়োগ সংস্থা | ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক |
---|---|
পদের নাম | এক্সেকিউটিভ (Executive) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৪৭ |
বেতন (₹) | ৩০,০০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | ibpsonline.ibps.in |
কারা আবেদন করতে পারবেন
- আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক পাস।
- MBA করা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
- এই পদের জন্য আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সঃ আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। নিয়ম অনুযায়ী SC/ST এবং OBC প্রার্থীরা যথাক্রমে ৫ বছর এবং ৩ বছরের বয়সের ছাড় পাবেন। PwBD এর ক্ষেত্রেও ছাড় রয়েছে।
শূন্যপদ
পদের নাম | জেনেরাল | SC | ST | OBC | EWS | মোট |
এক্সেকিউটিভ | ২১ | ৭ | ৩ | ১২ | ৪ | ৪৭ |
দেশের বিভিন্ন সার্কেলে এই শূন্যপদ পূরণ করা হবে। রাজ্য ভিত্তিক শূন্যপদের তালিকা নিচে দেওয়া হল-
- বিহার- ৫
- দিল্লি- ১
- গুজরাট- ৮
- হরিয়ানা- ৪
- ঝাড়খণ্ড- ১
- কর্ণাটক- ১
- মধ্যপ্রদেশ- ৩
- মহারাষ্ট্র- ২
- ওড়িশা- ১
- পাঞ্জাব- ৪
- রাজস্থান- ৪
- তামিলনাড়ু- ২
- উত্তরপ্রদেশ- ১১
- মোট- ৪৭
বেতন
ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের এক্সেকিউটিভ পদে যারা নিযুক্ত হবেন তারা চাকরির শুরুতে প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন পাবেন।
আবেদন মাধ্যম
এই পদের জন্য আগ্রহী প্রার্থীরা ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সরাসরি আবেদন করতে পারবেন। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।
আবেদন ফি
ক্যাটাগরি | আবেদন ফি |
SC/ST/PwBD | ১৫০ |
জেনেরাল/OBC | ৭৫০ |
নিয়োগ পদ্ধতি
শুধুমাত্র স্নাতক স্তরে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই যোগ্য প্রার্থী নির্বাচন করা হতে পারে। প্রয়োজন হলে অনলাইনের মাধ্যমে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউইয়ের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৫.০৩.২০২৪ |
আবেদন শেষ | ০৫.০৪.২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |