মার্চেন্ট নেভিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও আইটিআই পাসে করা যাবে আবেদনঃ Indian Merchant Navy Recruitment 2024

ভারতীয় মার্চেন্ট নেভিতে কাজের খবর। ৪ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় মার্চেন্ট নেভি। যে সমস্ত ছেলেমেয়ে সমুদ্রে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য চাকরি পাওয়ার দারুণ সুযোগ। বিভিন্ন পদ যেমন কুক, নাবিক, ইলেক্ট্রিশিয়ান, মেস বয় ইত্যাদি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে, চলবে পুরো এপ্রিল মাস পর্যন্ত। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

 

বিজ্ঞপ্তিটির সারসংক্ষেপ

নিয়োগ সংস্থাভারতীয় মার্চেন্ট নেভি
পদের নামমেস বয়, কুক, ইলেকট্রিশিয়ান, নাবিক ও অন্যান্য
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্যপদ৪০০০
বেতন₹ ৩৮,০০০-৯০,০০০/-
চাকরির স্থানভারত ও বিদেশ
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটsealanemaritime.in

পদের নাম ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
কুক২০৩
মেস বয়৯২২
ওয়েল্ডার / হেলপার৭৮
ইলেকট্রিশিয়ান৪০৮
নাবিক১৪৩২
ইঞ্জিন রেটিং২৩৬
ডেক রেটিং৭২১
মোট৪০০০
*** শুধুমাত্র ছেলেদের জন্য এই শূন্যপদ। মেয়েদের এই পদে নিয়োগ করা হবে না।

বেতন

পদের নামশুরুতে বেতন (হাজারে)
কুক৪০০০০ থেকে ৬০০০০
মেস বয়১৮০০০ থেকে ৩৬০০০
ওয়েল্ডার / হেলপার৫০০০০ থেকে ৮৫০০০
ইলেকট্রিশিয়ান৬০০০০ থেকে ৯০০০০
নাবিক৩৮০০০ থেকে ৫৫০০০
ইঞ্জিন রেটিং৪০০০০ থেকে ৬০০০০
ডেক রেটিং৫০০০০ থেকে ৮৫০০০

শিক্ষাগত যোগ্যতা

পদের নামবয়স (বছর)শিক্ষাগত যোগ্যতা
কুক১৭.৫ থেকে ২৭মাধ্যমিক পাস
মেস বয়১৭.৫ থেকে ২৭মাধ্যমিক পাস
ওয়েল্ডার / হেলপার১৭.৫ থেকে ২৭মাধ্যমিক পাস + ITI
ইলেকট্রিশিয়ান১৭.৫ থেকে ২৭মাধ্যমিক পাস + ITI ইলেক্ট্রিশিয়ান
নাবিক১৭.৫ থেকে ২৫ বছরমাধ্যমিক পাস
ইঞ্জিন রেটিং১৭.৫ থেকে ২৫ বছরমাধ্যমিক পাস
ডেক রেটিং১৭.৫ থেকে ২৫ বছরউচ্চমাধ্যমিক পাস
*** এবারে যারা উচ্চমাধ্যমিক দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারাও আবেদন করতে পারবেন।

আবেদন মাধ্যম ও ফি

শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য কোনো ভাবে আবেদন জমা নেওয়া হবে না। প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি আবেদন করা যাবে।

আবেদন ফি বাবদ ₹ ১০০ টাকা পেমেন্ট করতে হবে।

নিয়োগ পদ্ধতি

কয়েকটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। ধাপগুলি নিচে দেওয়া হল-

  • প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের গোরখপুর SMA রেজিস্টার অফিসে গার্ডিয়ানের সঙ্গে কাউন্সিলিং পর্বে বসতে হবে। এরপর SMA রেজিস্ট্রেশন হবে। সময় ও তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
  • এই দুই ধাপ মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
  • পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১১ মার্চ ২০২৪
আবেদন শেষ৩০ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment