IGI লিমিটেড বিমান বন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, শূন্যপদ ১০৭৪টি, উচ্চমাধ্যমিক পাসেই করা যাবে আবেদন: IGI Aviation Recruitment 2024

সাধারণ শাখায় পড়াশোনা করা ছেলেমেয়েদের চাকরি পাওয়ার দারুণ সুযোগ। যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস করা থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এমনকি এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট এখনও হাতে পাননি তারাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বেতন ২৫০০০ থেকে ৩৫০০০ পর্যন্ত। এই মর্মে ইন্দিরা গান্ধী ইন্টারনেশনাল এয়ারপোর্ট ১০৭৪ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমানবন্দরের বিভিন্ন পরিষেবায় কাস্টমার সার্ভিস এজেন্ট পদে এই নিয়োগ করা হবে। কী কী বিভাগ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কীভাবে করবেন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

এক নজরে বিজ্ঞপ্তিটি

নিয়োগ সংস্থাআইজিআই এভিয়েশন সার্ভিস লিমিটেড
পদের নামকাস্টমার সার্ভিস এজেন্ট
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্যপদ১০৭৪
বেতন (₹)২৫,০০০-৩৫,০০০/-
চাকরির স্থানবিমানবন্দর (IGI)
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটwww.igiaviationdelhi.com

শূন্যপদ

বিমানবন্দরের বিভিন্ন বিভাগ যেমন Airlines, Ground Handling Companies, Hospitality, Retail Outlets, Food Courts and Cargo for CSA profile ইত্যাদি সার্ভিস কেন্দ্রে এই নিয়োগে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১০৭৪টি

শিক্ষাগত যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস।
  • এভিয়েশনে বা কোনো ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন নেই।
  • উচ্চমাধ্যমিক এবারে যারা দিয়েছেন, রেজাল্ট এখনও আসেনি তারাও আবেদন যোগ্য।

বয়স

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

আবেদন কীভাবে করবেন

বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

আবেদন ফি

আবেদন ফি ৩৫০ টাকা। অনলাইনে পেমেন্ট করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য মোট ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে পরীক্ষায়। বিষয়গুলি হল-

বিষয়প্রশ্ন সংখ্যাসময়মোট নাম্বার
জেনেরাল অ্যাওয়ারনেস
এভিয়েশন সম্বন্ধে প্রশ্ন
ইংলিশ
অ্যাপটিটিউড ও রিজনিং
২৫
২৫
২৫
২৫
১ ঘণ্টা ৩০ মিনিট১০০
*** সিলেবাস নিয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। নিচে বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া রয়েছে।

পরীক্ষা কেন্দ্র

ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু৬ মার্চ ২০২৪
আবেদন শেষ২২ মে ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment