গ্রাম পঞ্চায়েত নিয়োগ, পিওন, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্ট: Gram Panchayat Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত উন্নয়ন দফতরের তরফে কিছুদিন আগেই ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরে ৬৬৫২ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই প্রতিবেদন আমাদের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছিল। বর্তমান চাকরির বাজারের চরম খরার দিনে এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। এই প্রতিবেদনে বিভিন্ন পদের জন্য আবশ্যক শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। যাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই প্রতিবেদনের মাধ্যমে উপযুক্ত তথ্য পেয়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন। এর আগের একটি প্রতিবেদনে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক এই চারটি পদের বিষয়ে আলোচনা করা হয়েছিল। সেই প্রতিবেদনটি পড়তে এখানে টিপুন। এরপর দ্বিতীয় কিস্তিতে আরও তিনটি পদের বিষয়ে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় প্রতিবেদনটি পড়তে এখানে টিপুন। তৃতীয় কিস্তিতে আরো কিছু পদের বিষয়ে আলোচনা করা হয়েছিল, সেটি এখানে টিপে পড়তে পারবেন। আজকে আরো তিনটি পদের বিষয়ে আলোচনা করা হবে।

পঞ্চায়েত সমিতি পিওন

আবশ্যিক যোগ্যতাঃ

  • প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
  • আবেদনকারী প্রার্থী যেন অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে পারেন।

বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী আবেদকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন এবং অন্যান্য অনগ্রসর (OBC) জাতির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়াও PwBD প্রার্থীদের ক্ষেত্রেও বয়সে ছাড় রয়েছে।

বেতন

এই চাকরিতে নিযুক্তরা ১৭০০০-৪৩০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

মোট ৫০ নাম্বারের পরীক্ষা হবে, তারমধ্যে ৪৩ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং ৭ নাম্বারের ইন্টারভিউ হবে।

ইংলিশ১০
বাংলা১৩
অংক১০
সাধারণ জ্ঞান১০

অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্টঃ জেলাপরিষদ

আবশ্যিক যোগ্যতাঃ

  • প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্সে স্নাতক হতে হবে।

বয়সঃ এই চাকরিতে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় আছে। ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে।

বেতন

এই চাকরিতে নিযুক্তরা ২৪৭০০০ থেকে ৬৩৯০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

নিযোগ পদ্ধতি ও সিলেবাস

এই নিয়োগের জন্য মোট ১০০ নাম্বারে (MCQ) ধরনের পরীক্ষা হবে, তারমধ্যে ৮৫ নাম্বারের লিখিত পরীক্ষা এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ হবে।

বাংলা২০
ইংরাজি২০
জেনেরাল নলেজ১৫
অ্যাকাউন্ট্যান্সি৩০

অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার

আবশ্যিক যোগ্যতাঃ

  • প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে প্রার্থীকে।

বয়সঃ এই চাকরির জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

বেতন

এই চাকরিতে নিযুক্তরা মাসে ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা করে বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ ।

ইংলিশ২০
বাংলা২০
অংক২৫
সাধারণ জ্ঞান২০

পঞ্চায়েত ব্যবস্থায় এই আসন্ন নিয়োগ সম্পর্কে চারটি প্রতিবেদনে মোট ১২টি পদের বিষয়ে অফিসিয়াল নোটিশের মাধ্যমে যতটুকু জানা গিয়েছে তা তুলে ধরা হল। এর পরেও আরও অনেক পদে কর্মী নিয়োগ করা হবে। সেই নিয়ে পরবর্তী প্রতিবেদনে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
রেজিস্ট্রেশন লিঙ্কApply now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment