ভারতীয় রেলে কাজের সুযোগ, ৮৬১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল, Indian Railways Recruitment 2024, Post 861

ভারতীয় রেলে কাজের খবর। সম্প্রতি রেলের তরফ থেকে ৮৬১ পদে কর্মী নিয়োগের কথা জানিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। South East Central Railway (SECR) নাগপুর ডিভিশন এবং মতিবাগ ওয়ার্কশপে এই নিয়োগ করা হবে। এই চাকরিতে নিযুক্তরা অ্যাপ্রেন্টিস হিসাবে কাজের সুযোগ পাবেন, যা তাদের পরবর্তীতে কাজের ক্ষেত্রে দক্ষতাকে সমৃদ্ধ করবে। এই নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, নিয়োগ প্রক্রিয়া ইত্যদি এই প্রতিবেদনে বিশদ আলোচনা করা হল।

পদের নাম ও শূন্যপদ

নাগপুর বিভাগের জন্য

ট্রেডের নামশূন্যপদ
ফিটার৯০
কাঠমিস্ত্রি৩০
ওয়েল্ডার১৯
কোপা১১৪
ইলেকট্রিশিয়ান১৮৫
স্টেনোগ্রাফার (ইংরেজি)/ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট১৯
প্লাম্বার২৪
চিত্রশিল্পী৪০
ওয়্যারম্যান৬০
ইলেকট্রনিক্স মেকানিক১২
ডিজেল মেকানিক৯০
গৃহসজ্জার সামগ্রী (ট্রিমার)
মেশিনিস্ট২২
টার্নার১০
ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা টেকনিশিয়ান
হেলথ স্যানিটারি ইন্সপেক্টর
গ্যাস কর্তনকারী
স্টেনোগ্রাফার (হিন্দি)
ক্যাবল জয়েন্টার১০
ডিজিটাল ফটোগ্রাফার০০
ড্রাইভার-কাম-মেকানিক (হালকা মোটর যানবাহন)
মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ১২
ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাক্টর)২৭
মোট৭৮৮
মতিবাগের ওয়ার্কশপের জন্য
ফিটার৩৫
ওয়েল্ডার
কাঠমিস্ত্রি
চিত্রশিল্পী১২
টার্নার
সেক্রেটারিয়াল স্টেনো (Eng) Practice
ইলেকট্রিশিয়ান১০
মোট৭৩

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে ন্যূনতম ৫০% নাম্বার নিয়ে ম্যাট্রিকুলেশন বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট শাখায় একটি জাতীয় ট্রেড সার্টিফিকেট (ITI) থাকতে হবে।

বয়স

১০.০৪.২০২৪ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীদের ৫ বছরের এবং OBC প্রার্থীদের ৩ বছরের ছাড় আছে। এছাড়াও PwBD প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন

অ্যাপ্রিন্টিস হিসাবে কাজের ক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হয়। এক্ষেত্রে যাদের ২ বছরের ITI করা আছে তাদের ৮০৫০ টাকা এবং যাদের ১ বছরের ITI করা আছে তাদের ৭৭০০ টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন মাধ্যম

বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধমে আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে এই চাকরির জন্য আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সেখান থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে আসন্ন এই অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। যোগ্য প্রার্থী নির্বাচন হবে মেধার ভিত্তিতে। একাডেমিক এবং ITI এ প্রাপ্ত নাম্বার এক্ষেত্রে মূল যোগ্যতা মান। বয়স্ক প্রার্থী বা টাই হওয়ার ক্ষেত্রে যারা আগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১০ এপ্রিল ২০২৪
আবেদন শেষ৯ মে ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment