পূর্ব বর্ধমান জেলা আদালতের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এই নিয়োগে তিনটি পদ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১১টি। সমস্ত শূন্যপদই গ্রুপ ডি পদ এবং ন্যূনতম অষ্টম পাসেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এই নিয়োগ নিয়ে বিস্তারিত জেনে নেই এই প্রতিবেদনে।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ | বেতন স্কেল |
নাইট গার্ড | ৯ | ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা |
ডে গার্ড | ১ | ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা |
মালী (Gardener) | ১ | ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা |
মোট | ১১ |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
নাইট গার্ড | ন্যূনতম অষ্টম শ্রেণি | ১৮ থেকে ৪০ বছর |
ডে গার্ড | ন্যূনতম অষ্টম শ্রেণি | ১৮ থেকে ৪০ বছর |
মালী | ন্যূনতম অষ্টম শ্রেণি | ১৮ থেকে ৪০ বছর |
আবেদন মাধ্যম
অফলাইনে এই চাকরিক জন্য আবেদন জমা করতে হবে। বিজ্ঞপ্তিতে আবেদন ফর্ম এবং আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে। ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন ফি, ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফট ঠিকানা এবং আবেদন পাঠানোর ঠিকানা নিচে দেওয়া রয়েছে।
আবেদন ফর্মের সঙ্গে যে যে কাগজপত্র দিতে হবে-
- দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে। একটি ছবি আবেদন ফর্মে নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগাতে হবে এবং অপর একটি ছবি স্বাক্ষর সহ খামের মধ্যে দিতে হবে।
- সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে দিতে হবে।
- নিজের ঠিকানা লেখা একটি খাম এবং তাতে ১০ টাকার স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে।
- অবশ্যই আবেদন ফি বাবদ ব্যাঙ্ক ড্রাফট খামে ভরতে হবে।
আবেদন ফি
ক্যাটাগরি | ফি |
---|---|
জেনেরাল/OBC | ৩০০ |
SC/ST | ১০০ |
ব্যাঙ্ক ড্রাফট যে ঠিকানায় করতে হবে
DJ cum Chairman, DRC Purba Bardhaman payable at Burdwan
আবেদন পাঠানোর ঠিকানা
To the District Judge
cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound,
Burdwan, Purba Bardhaman, Pin code 713101
নিয়োগ পদ্ধতি
যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দুটি পার্টে পরীক্ষা নেওয়া হবে, পার্ট-১ এবং পার্ট-২ । পার্ট-১ পরীক্ষা MCQ ধরনের হবে। সময় থাকবে ১ ঘণ্টা। মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে ৫০টি এবং প্রতি প্রশ্নের জন্য ২ নাম্বার। যে যে বিষয়ে প্রশ্ন থাকবে-
- জেনেরেল ইংলিশ
- জেনেরেল ইন্টেলিজেন্স
- জেনেরেল নলেজ
- অংক
পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পার্ট-২ পরীক্ষার জন্য ডাকা হবে। পার্ট-২ তে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ৫০ নাম্বারের ইন্টারভিউ হবে। এই দুই পার্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের পৌঁছানোর শেষ তারিখ | ৪ মে ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |