বাংলা ভাষা ও সংস্কৃতি, একাদশ শ্রেণীর প্রশ্ন উত্তর, প্রথম সেমিস্টার, চতুর্থ পর্ব

একাদশ শ্রেণিতে নতুন পাঠ্যক্রম অনুযায়ী এবারেই প্রথম সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। ‘বাংলা ভাষা ও সংস্কৃতি’ বইটি সবেমাত্র ছাত্রছাত্রীরা হাতে পেয়েছে। এই গ্রন্থটি পর্ষদের তরফে বিনামূল্য ছাত্রছাত্রীদের দেওয়া হয়। বইটি এতো দেরি করে প্রকাশের পিছনে দায়ী পর্ষদ নিজেই। এদিকে প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ প্রায় ঘনিয়ে এলো। এমতাবস্থায় সঙ্গত কারণে মনে করাই যায় যে, সম্ভবত প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কিছুটা সহজ হতে চলেছে বা অন্যভাবে বলতে গেলে হয়তো বা এবারের পরীক্ষায় মূল মূল বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে। খুব গভীর বিষয় থেকে প্রশ্ন করা হবে না। সেটি বিবেচনা করেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ফোকাস রেখে প্রশ্ন-উত্তর পর্বকে সমৃদ্ধ করা হয়েছে।

৬১. মধ্য ভারতীয় আর্য ভাষার একটি প্রাথমিক রূপ হল-

উত্তরঃ পালি ভাষা। সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি ভাষা হল পালি ভাষা। প্রাকৃত ভাষার পরবর্তী স্তর হল অপভ্রংশ।

৬২. মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপগুলি হল-

উত্তরঃ

  • মহারাষ্ট্রীয় প্রাকৃত
  • শৌরসেনী প্রাকৃত
  • পৈশাচী প্রাকৃত এবং
  • অর্ধমাগধী প্রাকৃত

৬৩. বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তরঃ ত্রিপিটক। এছাড়াও বুদ্ধদেবের জীবনকাহিনি নিয়ে লেখা রচনা হল ‘জাতকের গল্প’।

৬৪. ত্রিপিটক কোন ভাষায় রচিত ?

উত্তরঃ পালি ভাষায়। বুদ্ধদেবও পালি ভাষায় তাঁর বাণী প্রচার করেছিলেন।

৬৫. জৈন ধর্মসাহিত্যগুলি কোন ভাষায় রচিত ?

উত্তরঃ অর্ধমাগধী প্রাকৃত।

৬৬. নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল-

উত্তরঃ ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান।

৬৭. আধুনিক ভারতীয় ভাষা ও তার উৎস-

উত্তরঃ

  • পৈশাচী প্রাকৃত-অপভ্রংশ থেকে: সিন্ধি, পশ্চিমা, পূর্বী পাঞ্জাবি।
  • মহারাষ্ট্রী প্রাকৃত-অপভ্রংশ থেকে এসেছে- মারাঠী ও কঙ্কনী।
  • শৌরসেনী প্রাকৃত-অপভ্রংশ থেকে: নেপালি, কুমায়নি, গাড়োওয়ালী, গুজরাতি, রাজস্থানি ইত্যাদি।
  • মাগধী প্রাকৃত-অপভ্রংশ: বাংলা

৬৮. শিখদের ধর্মীয় গ্রন্থের নাম কী ?

উত্তরঃ শিখদের ধর্মীয় গ্রন্থ হল ‘গ্রন্থ সাহিব’। পূর্বী পাঞ্জাবি ভাষায় লেখা।

৬৯. হিন্দি ভাষার জন্ম কীভাবে ?

উত্তরঃ শৌরসেনী প্রাকৃত-অপভ্রংশ থেকে মধ্য ভারতের পাঁচটি কথ্য ভাষা সৃষ্টি হয়, যথা – হিন্দুস্থানী, ব্রজভাষা, কনৌজি,বুন্দেলী এবং বন্দারু। এই পাঁচটি ভাষাকে একসঙ্গে পশ্চিমা হিন্দি বলা হয়। বর্তমান হিন্দি ভাষাটি হল কথ্য হিন্দুস্থানী ভাষার মার্জিত আদর্শায়িত রূপ।

আরও পড়- হোটেল ম্যানেজমেন্ট কোর্স কী ?

৭০. উর্দু ভাষার সৃষ্টি কীভাবে ?

উত্তরঃ দক্ষিণ ভারতের মুসলমান কবিরা আরবি-ফারসি শব্দবহুল এক নবরূপায়িত হিন্দি ভাষার চর্চা করেছিলেন, এই ভাষাই পরবর্তীতে উর্দু ভাষার রূপ নেয়।

৭১. যে তিনটি ভাষাকে পূর্বী হিন্দি বলা হয়-

উত্তরঃ অবধী, বাঘেলী ও ছত্রিশগড়ী। এই তিনটি ভাষা অর্ধমাগধী প্রাকৃত-অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছে।

৭২. বাংলা ভাষার উৎপত্তি-

উত্তরঃ মাগধী প্রাকৃত-অপভ্রংশ থেকে আমাদের মাতৃভাষা বাংলার জন্ম হয়েছে। অনুমান করা হয় ৯০০ খ্রিস্টাব্দে বাংলা ভাষা জন্ম। সেই হিসেবে আমাদের মাতৃভাষার বয়স প্রায় হাজার বছরের বেশি।

৭৩. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি ?

উত্তরঃ চর্যাপদ।

৭৪. বাংলা ভাষার জন্মের পর থেকে আজ পর্যন্ত অনেক রূপান্তর ঘটছে, তাই ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন-

উত্তরঃ

  • ১ম পর্যায়: প্রাচীন বাংলা (৯০০-১২০০ খ্রিস্টাব্দ)
  • ২য় পর্যায়: মধ্য বাংলা, এই পর্যায়ের দুটি ভাগ রয়েছে, যথা- আদি মধ্য বাংলা (আনুমানিক ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ) এবং  অন্ত্য মধ্য বাংলা (আনুমানিক ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ)
  • ৩য় পর্যায়: আধুনিক বাংলা (আনুমানিক ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান)

৭৫. শ্রীকৃষ্ণকীর্তন কে রচনা করেন ?

উত্তরঃ বড়ু চন্ডীদাস। রচনাটি আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন। এছাড়াও কৃত্তিবাসের রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয় এই সময়ের কাছাকাছি রচিত হলেও এগুলির ভাষা অনেক বেশি পরিমার্জিত ছিল, তাই এদের আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় না।

৭৬. অন্ত্য মধ্য বাংলা ভাষায় রচিত সাহিত্য নিদর্শনগুলি হল-

উত্তরঃ বৈষ্ণব পদাবলী, চৈতন্যজীবনী, মঙ্গলকাব্যসমূহ আরাকান রাজসভার সাহিত্যসম্ভার প্রভৃতি।

৭৭. বাংলা ভাষার জননী কী সংস্কৃত ভাষা ?

উত্তরঃ না। বাংলা ভাষার জননী হল মাগধী অপভ্রংশ।

৭৮. বাংলা ভাষা হল ‘অনার্য্য ভাষার ছাঁচে ঢালা আর্য্য  ভাষা’ কে বলেছেন ?

উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৭৯. বাংলা ভাষার সাহিত্যিক রূপটি হল-

উত্তরঃ সাধুভাষা।

৮০. ‘সংস্কৃত ব্যাকরণের একটু ইতস্তত করিয়া তাহাকে বাংলা ব্যাকরণ নাম দেওয়া হয়’ কে বলেছেন ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়- বাংলা ভাষা ও সংস্কৃতি, প্রথম পর্ব

আরও পড়- Big Bang Theory: বিগ ব্যাং তত্ত্ব,

আরও পড়- শাস্ত্র হিসেবে ভূগোল, প্রথমভাগ

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment